সিলেটপোস্টরিপোর্ট:বেতন স্কেল ১০ম গ্রেডসহ দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা বাস্তবায়নের দাবিতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে স্মারকলিপি দিয়েছেন ডিপ্লোমা কৃষিবিদরা। শুক্রবার সকালে নগরীর ধোপাদিঘিরস্থ অর্থমস্ত্রীর বাসভবনে ডিপ্লোমা কৃষিবিদরা এ স্মারকলিপি প্রদান করেন।স্মারকলিপিতে উলেখ করা হয়, ডিপ্লোমা কৃষিবিদরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কৃষি বিভাগের সুনাম অক্ষুন্ন রাখায় দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এই সরকারের কৃষিক্ষেত্রে দূরদর্শিতার স্বাক্ষর বহন করে ব্যাপক সাফল্য অর্জন করেছে। এমতাবস্থায় ডিপ্লোমা কৃষিবিদরা একই পোষ্টে চাকরি করে পদোন্নতি ছাড়াই অবসরে যাচ্ছেন। প্রধানমন্ত্রী ডিপ্লোমা কৃষিবিদদের ২০১৩ সালের অক্টোবরে কেআইবি এর এক অনুষ্ঠানে বেতন স্কেল ১০ম গ্রেডসহ দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদার ঘোষণা দেন। কৃষিবিদরা এ ঘোষণার বাস্তবায়নে অর্থমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিজিত কুমার আচার্য্য, প্রানতোষ দাশ, মো. আবুল হারিছ, মো. আবদুল মোক্তাকিন চৌধুরী, ছালিক আহমদ, সমরেশ পাল, মো. ইশতিয়াক আহমদ, অনুকুল চন্দ্র দে প্রমুখ।
অর্থমন্ত্রীর কাছে ডিপ্লোমা কৃষিবিদদের স্মারকলিপি প্রদান
সিলেট পোস্ট ২৪ ডট কম
: আগষ্ট ১৪, ২০১৫ | ৫:৩৫ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »