সিলেটপোস্টরিপোর্ট:বিয়ানীবাজারে পুলিশের উপর হামলা চালিয়ে গ্রেফতার ডাকাতকে ছিনিয়ে নিলো দলের অন্য সদস্যরা। এসময় ডাকাতদের হামলায় ওসিসহ (তদন্ত) চার পুলিশ সদস্য আহত হয়েছেন।ঘটনার পর সোমবার দুপুর পর্যন্ত ডাকাতদের ধরতে এলাকাজুড়ে অভিযান অব্যাহত রয়েছে।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ডাকাতি মামলার আসামি আবু বক্করকে ধরতে রোববার (২০ সেপ্টেম্বর) দিনগত রাত দেড়টায় স্থানীয় পুলিশের সহায়তায় বিয়ানীবাজারের লাউতা গ্রামে অভিযান চালায় বড়লেখা পুলিশ।অভিযানে লাউতা গ্রামের নিজ বাড়ি থেকে ডাকাত আবু বক্করকে গ্রেফতার করে তারা। এক পর্যায়ে তাকে ছাড়িয়ে নিতে সঙ্গীয় ডাকাতরা পুলিশের ওপর হামলা চালায় এবং ছিনিয়ে নিতে সক্ষম হয়।বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবের আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলায় বিয়ানীবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম, বড়লেখা থানার ওসি (তদন্ত) আকবর হোসেন, উপ-পরিদর্শক (এসআই) অমিত হোসেনসহ চার পুলিশ আহত হয়েছেন।হামলা করে ডাকাতরা গ্রেফতার আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে এবং এলাকাজুড়ে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
পঠিত : ৬২
সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন