মদনমোহন কলেজে স্নাতক ভর্তির আবেদন শুরু বৃহস্পতিবার

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০১৫, ৭:৫০ অপরাহ্ণসিলেটপোস্টরিপোর্ট:মদন মোহন কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তির প্রাথমিক আবেদন ফরম পূরণ শুরু হবে আগামী ১ অক্টোবর বৃহস্পতিবার থেকে এবং চলবে ২৫ অক্টোবর পর্যন্ত।ভর্তিচ্ছুরা অনলাইনে আবেদন করে এককপি আবেদন সাথে নিয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক জিন্দাবাজার শাখায় ২৫০ টাকা জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে। পরে ওই রশিদসহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ট্রান্সক্রিপ্ট ও রেজি. কার্ডের ফটোকপি কলেজের অফিসে জমা দিতে হবে।মঙ্গলবার মদন মোহন কলেজ কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কলেজে হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, দর্শন ও বাংলা বিষয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তির আবেদন করা যাবে। এছাড়াও ভর্তি সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি কলেজ নোটিশ বোর্ড থেকে ভর্তিচ্ছুরা জানতে পারবে।