সিলেটপোস্টরিপোর্ট:এমবিবিএস/বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা । মঙ্গলবার সকাল ৭টায় আন্দোলনকারীরা মেডিকেল ক্যাম্পাসের প্রধান ফটকে তালা দেয়। ফলে ওসমানী মেডিকেল কলেজে ভর্তি হতে আসা শিক্ষার্থীরা বাঁধার মুখে পড়েন। ১১ টায় পুলিশ আন্দোলনকারিদের ক্যাম্পাস থেকে বের করে দিলে তারা মিছিল সহকারে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বেলা ১টা পর্যন্ত অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ করে । আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, এবারের ভর্তি পরীক্ষার দিন সকালে এবং পরীক্ষার আগের রাতে ফেসবুকে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে তার মিলও পাওয়া গেছে। তাই এই পরীক্ষা বাতিলের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে মেডিকেল ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে অবস্থান নিয়ে গেইটে তালা দেয়া হয়। এদিকে , মঙ্গলবার সকাল থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে এমবিবিএস/বিডিএস কোর্সের ভর্তি শুরু হয়েছে। এসএমপি’র কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ সোহেল আহমদ জানান , ওসমানী মেডিকেল কলেজে ভর্তি পরিক্ষায় যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আন্দোলনরত শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
ওসমানী মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রমে বাঁধা
সিলেট পোস্ট ২৪ ডট কম
: সেপ্টেম্বর ২৯, ২০১৫ | ৭:৫৭ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »