সিলেটপোস্টরিপোর্ট:সরকারি চাকরিতে আবেদনের ক্ষেত্রে কোনো সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে না। সচিব কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, এখন থেকে চাকরিপ্রার্থীদের নির্ধারিত একটি ফরমে আবেদন করতে হবে। চার কপি রঙিন ছবি ছাড়া আবেদনের সময় আর কোনো কাগজপত্র দিতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় ছবি ও মূল কাগজপত্র দেখা হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পদস্থ এক কর্মকর্তা জানান, সরকার ভর্তি, ঋণগ্রহণ, ব্যাংক হিসাব খোলাসহ বিভিন্ন কাজে সত্যায়নের বাধ্যবাধকতা তুলে দেওয়ার কথা ভাবছে। তবে পাসপোর্টসহ কিছু স্পর্শকাতর বিষয়ের ক্ষেত্রে এটি বহাল থাকবে। অষ্টম জাতীয় বেতন স্কেলে সরকার ‘শ্রেণি’ তুলে দিয়ে গ্রেডের ভিত্তিতে কর্মীদের মর্যাদা নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা বলে কিছু থাকছে না। সে জন্য সত্যায়নের কাজটি কোন গ্রেডের কর্মকর্তা করবেন, তা এখনো নির্ধারণ করেনি সরকার।
সরকারি চাকরির আবেদনে সত্যায়ন থাকছে না
সিলেট পোস্ট ২৪ ডট কম
: সেপ্টেম্বর ২৯, ২০১৫ | ৯:০৯ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »