সিলেটের কোম্পানীগঞ্জের হাওর থেকে যুবকের লাশ উদ্ধার

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০১৫, ৪:০১ অপরাহ্ণসিলেটপোস্টরিপোর্ট:সিলেটের কোম্পানীগঞ্জের রাজনগর হাওর থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম দুলাল খাঁ (২০)। সে উপজেলার দক্ষিণ রাজনগরের বাসিন্দা সিদ্দিক খাঁ’র ছেলে।বুধবার দুপুরে উপজেলার রাজনগর হাওর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।স্থানীয় সূত্র জানায়, সকালে দুলাল খাঁ’র মরদেহ ভাসতে দেখে কোম্পানীগঞ্জ থানায় খবর দেওয়া হয়। দুপুরে মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে যায় পুলিশ।এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, নিহত দুলাল খাঁ একটি বিড়ি কোম্পানির বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন। খবর পেয়ে মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল মর্গে পাঠানো হচ্ছে।