সিলেটপোস্টরিপোর্ট:শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষ ১ম সেমিস্টারের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে ১৩ অক্টোবর মঙ্গলবার থেকে। মঙ্গলবার রাত ১২টার পর থেকে ৩০ অক্টোবর রাত ১২টা পর্যন্ত কেবল ক্ষুদে বার্তা (এসএমএস) মাধ্যমে আবেদন করা যাবে।সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন ‘ই’-এ সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. নারায়ণ সাহা। এ সময় পাশে ছিলেন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোস্তাক আহমদ। ‘এ’ ইউনিটের নয়টি বিষয়ে মোট ৬১৩টি আসন আছে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ২২০টি, মানবিক বিভাগের জন্য ৩১০টি এবং বাণিজ্য বিভাগের জন্য ৮৩টি আসন রয়েছে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ‘বি’ ইউনিটে ১৭টি বিষয়ে মোট ৮৩৫টি আসন রয়েছে।এবার শাবিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নামের নতুন বিভাগে ৩৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করানো হবে বলে জানান তারা।ইউনিটভুক্ত আসন ছাড়াও ৮০টি সংরক্ষিত আসন রয়েছে। এসব আসনে মুক্তিযোদ্ধা কোটায় ২৬ জন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/জাতিসত্ত্বা ২৬ জন, প্রতিবন্ধী ১৩ জন এবং পোষ্য কোটায় ১৫ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে। ২০১৪-১৫ সালে অনুষ্ঠিত এইচএসসি (সাধারণ ও কারিগরি)/আলিম/ডিপ্লোমা ইন কমার্স/সমমান এবং ২০১২-১৩ সালের অনুষ্ঠিত এসএসসি (সাধারণ ও কারিগরি)/দাখিল বা সমমান পরীক্ষাতে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে।তবে ডিপ্লোমা-ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ২০১০-১১ সালের এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ‘এ’ ইউনিটে আবেদনের জন্যে এইচএসসি/সমমান ও এসএসসি/সমমান উভয় পরীক্ষাতে ন্যূনতম জিপিএ ৩.০ সহ মোট ৬.৫ থাকতে হবে। ‘বি’ ইউনিটে আবেদনের জন্য উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০ সহ মোট ৭.০ থাকতে হবে। এদিকে ১৪ নভেম্বর শনিবার সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিট এবং দুপুর সাড়ে ১২টায় ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শাবিতে ভর্তি পরীক্ষার নিবন্ধন শুরু ১৩ অক্টোবর
সিলেট পোস্ট ২৪ ডট কম
: অক্টোবর ৫, ২০১৫ | ৮:১১ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »