সিলেটপোস্ট রিপোর্ট : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক বদরুল ইসলাম শোয়েব বলেছেন, শিশুর জন্যই মায়ের দুধই সবচেয়ে ভাল খাবার। জন্মের সাথে সাথেই শিশুকে শুধুমাত্র মায়ের দুধ দিতে হবে। মায়ের প্রথম দুধ বা শালদুধ শিশুর জন্য টিকা হিসেবে কাজ করে।
বুধবার ইউএসএআইডি-ডিএফআইডির অর্থায়নে এনএইচএসডিপির সেবা নেটওয়ার্ক সীমান্তিক বাস্তবায়িত সূর্যের হাসি ক্লিনিক দক্ষিণ সুরমা শাখা দুধ খাওয়ানো/পুষ্টি/ওআরটি/ কিশোর-কিশোরী কর্ণার উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ক্লিনিক ম্যানেজার ফয়ছল আহমদের সভাপতিত্বে ও সার্ভিস প্রমোটর আবদুর রাজ্জাকের পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদ, যুব সংগঠক ও সমাজসেবী শাহীন আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্যারামেডিক রুমন ব্যানার্জি, মিনাক্ষি রায় ও শান্তনা রানী নাথ, আলমগীর হোসেন, আরাফাত রহমান প্রমুখ।