সিলেট পোস্ট রিপোর্ট : সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে নিহত বাংলাদেশি হাজির সংখ্যা ৬৩ জনে দাঁড়িয়েছে। এই সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন হজ এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) প্রেসিডেন্ট ইব্রাহিম বাহার।
তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত ৫৮ বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। প্রতিদিনই একাধিক মৃত্যুর খবর আসছে। এখনো কয়েকজন বাংলাদেশি হাজি হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।
নিহত কিছু হাজির মরদেহ চিহ্নিত করে তাদের আত্মীয়-স্বজনের মাধ্যমে মক্কাতেই দাফন করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ হজ মিশন। কনস্যুলেট ও মক্কায় বাংলাদেশ হজ মিশনের কর্মকর্তারা বাকি মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করতে কাজ করছেন। এ বিষয়ে হাবের প্রেসিডেন্ট ইব্রাহিম বাহার বলেন, আমরা মক্কার হজ মিশনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। এখন পর্যন্ত ৬৩ বাংলাদেশি হাজির মৃত্যুর কথা জানতে পেরেছি।
গত ২৪ সেপ্টেম্বর মিনার বড় জামারাকে (বড় শয়তান) লক্ষ্য করে পাথর নিক্ষেপ করতে যাওয়ার পথে পদদলিত হয়ে ৭৬৯ হাজির মৃত্যু হয়। আহত হন আরো ৯৩৪ জন। গত পঁচিশ বছরের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ হজ দুর্ঘটনা।