সিলেটপোস্ট ডেস্ক : তাদের বিরুদ্ধে তদন্ত এখনও শেষ হয়নি। কিন্তু ব্রিটেনের ‘ডেইলি মেল’ সংবাদপত্রের খবর, শেপ ব্লাটার, মিশেল প্লাতিনির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্ত প্রায় শেষ করে এনেছে ফিফা। তাদের কাছে যা খবর, তাতে বড়দিনের আগেই শাস্তির সিদ্ধান্ত হয়ে যেতে পারে। দু’জনকেই নাকি ছয় বছরের জন্য নির্বাসিত করা হচ্ছে।
আপাতত দু’জনকেই ৯০ দিনের জন্য নির্বাসিত করা হয়েছে, যা আরও ৪৫ দিন পর্যন্ত বাড়ানো যাবে। দু’জনেই এই শাস্তির বিরুদ্ধে আবেদন করেছেন। কিন্তু ফিফার এথিক্স কমিটি, যাদের হাতে তদন্তের ভার, তাদের একটি সূত্র জানিয়েছে, ‘৯০ দিনের শাস্তিটা সামান্য একটা পদক্ষেপ ছিল। চটজলদি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার পাকাপাকি সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে। ক্রিসমাসের মধ্যেই সেটা নিয়ে নেওয়া হবে। ফলে, প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ছবিটা পরিষ্কার হয়ে যাবে।’ কতদিনের নির্বাসনের শাস্তি হতে পারে, জানতে চাইলে এথিক্স কমিটির ওই কর্তা বলেন, ‘আর্থিক দুর্নীতির জন্য চিলি ফুটবল অ্যাসোসিয়েশনের প্রাক্তন কর্তা হ্যারল্ড মেইনি নিকোলসকে সাত বছর এবং দক্ষিণ কোরিয়ার কর্তা চুং মং জুনকে ছয় বছর নির্বাসিত করা হয়েছে মাস কয়েক আগেই। ফলে ব্লাটার, প্লাতিনির ক্ষেত্রেও ওরকমই শাস্তি হতে চলেছে।”