সিলেট পোস্ট রিপোর্ট : সিলেটে শিশু আবু সাঈদ অপহরণ ও হত্যা মামলার অভিযোগ গঠন করা হবে আগামীকাল মঙ্গলবার। আজ সোমবার সকালে সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক আব্দুর রশীদ সকল আসামীর উপস্থিতিতে মঙ্গলবার চার্জ গঠনের তারিখ ধার্য করেন। চলতি বছরের মার্চ মাসে চতুর্থ শ্রেণীর ছাত্র সাঈদকে অপহরণ ও হত্যা করে সিলেট বিমানবন্দর থানার কনস্টেবল এবাদুর, পুলিশের সোর্স গেদা ও ওলামা লীগ নেতা রাকিব ও মাহি হোসেন মাছুম।
গত ১১ মার্চ নগরীর শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র আবু সাঈদকে (৯) অপহরণ করা হয়। পরে অপহরণকারীরা তার পরিবারের সদস্যদের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ১৪ মার্চ নগরীর ঝর্ণার পাড় সুনাতলা এলাকার সবুজ-৩৭ নম্বর বাসা থেকে সাঈদের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ১৫ মার্চ নিহতের বাবা আব্দুল মতিন বাদি হয়ে কোতয়ালী থানায় মামলা দায়ের করেন।
গত ২৩ সেপ্টেম্বর চারজনকে অভিযুক্ত করে মামলার অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার ওসি (তদন্ত) মোশাররফ হোসেন।
অভিযুক্তরা হলেন, সিলেটের বিমানবন্দর থানার সাবেক কনস্টেবল এবাদুর রহমান, সিলেট জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাকিব ও পুলিশের কথিত সোর্স আতাউর রহমান গেদা ও মুহিব হোসেন মাসুম।জেলহাজতে থাকা ৪জনের মধ্যে তিন জন হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।