ফরিদপুরে স্কুলছাত্রী চম্পা হত্যা মামলায় ৪ জনের ফাঁসি

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০১৫, ২:৫৩ অপরাহ্ণসিলেটপোস্টরিপোর্ট:ফরিদপুরে নবম শ্রেণির শিক্ষার্থী জাকিয়া সুলতানা চম্পাকে ধর্ষণের পর হত্যার দায়ে চারজনের ফাঁসির রায় দিয়েছে আদালত।আজ ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহমান সরদার তিন বছর আগের আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্তরা হলেন- শামীম মণ্ডল বাবুল হোসেন ওরফে রাজিব হোসেন ওরফে বাবু হোসেন মাতুব্বর, জাহিদুল হাসান ওরফে জাহিদ সর্দার ও আকাশ মণ্ডল । আসামিদের মধ্যে আকাশ ও বাবুল হোসেন পলাতক।অভিযোগ প্রমাণিত না হওয়ায় মৌসুমী নামের এক আসামিকে খালাস দিয়েছে আদালত।চম্পা ফরিদপুর সদর উপজেলার কাশিমাবাদ গ্রামের জাহাঙ্গীর মিয়ার মেয়ে এবং পুরদিয়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলেন। ২০১২ সালের ১৩ ডিসেম্বর নিজ বাড়ির পাশে সোহরাব শেখের মেহগনি বাগান থেকে চম্পার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।পরে ১৫ ডিসেম্বর চম্পার ভাই হাসিবুল ইসলাম বাদী হয়ে ছয়জনকে আসামি করে থানায় মামলা করেন। ২০১৩ সালের ২০ মে পাঁচজনের বিরুদ্ধে ধর্ষণের পর হত্যা মর্মে অভিযোগপত্র দেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহ আলম।