সিলেটপোস্টরিপোর্ট:এবার নারীদের কাছে নারীদের হার। জিম্বাবুয়ে নারী দলকে দুই টি-টোয়েন্টি ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ৩৫ রানে হারিয়েছে বাংলাদেশ নারী দল। এর আগে ছেলের অনূর্ধ্ব-১৯ দল ও জাতীয় দলের কাছে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয় জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ ও জাতীয় দল।মঙ্গলবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়েকে ১২৬ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় বাংলাদেশ দল। জবাবে লেগস্পিনার রুমানা আহমেদের বোলিং তোপে ৯০ রানের গুটিয়ে যায় সফরকারীরা। রুমানা চার ওভার বল করে তিন উইকেট তুলে নিয়েছেন। খরচ করেছেন মাত্র ১১ রান। এছাড়া সালমা খাতুন ১৮ রানে নিয়েছেন দুইটি উইকেট। জিম্বাবুয়ের বিপক্ষে শার্ন মায়ের্স সর্বোচ্চ ২৯ রান করেন।এর আগে টসে হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। আয়েশা রহমান ও শারমিন আকতারের ওপেনিং জুটিতেই উঠে আসে ৭৬ রান। আরেক ওপেনার শারমিন করেন ৩৫ রানে ফিরলে মাঠে নামেন ফারজানা হক। আয়েশার সঙ্গে তিনি গড়েন ৪৯ রানের জুটি। তখনই দলীয় রান ছিলো ১২৫। এরপর রিতু মনি নামলে, শূন্য রানে ফিরতে হয় তাকে। ততক্ষনে শেষ হয়েছে নির্ধারিত ২০ ওভার। নিজেদের ইনিংসে সবমিলিয়ে তিনটি উইকেট হারায় বাংলাদেশ নারী দল, যার সবকটিই রান আউট। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫০ রানের ইনিংস খেলেন ওপেনার আয়েশা রহমান।
জিম্বাবুয়ের বিরুদ্ধে বাংলাদেশ নারী দলের শুভসূচনা
সিলেট পোস্ট ২৪ ডট কম
: নভেম্বর ১৮, ২০১৫ | ৮:০২ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »