সংবাদ শিরোনাম
দায়িত্ব বুঝে নিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার  » «   সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত  » «   বিচার করতে হবে প্রতিটি হত্যাকাণ্ডের,কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে- সিলেটে আল্লামা মামুনুল হক  » «   সিলেটবাসীর হৃদয়ে চির জাগরূপ হয়ে থাকবেন এম সাইফুর রহমান: মিফতাহ সিদ্দিকী  » «   আজ পদত্যাগ করতে পারে নির্বাচন কমিশন , দুপুরে সংবাদ সম্মেলন  » «   কাউন্সিলর বিহীন ৩৬নং ওয়ার্ডে নেই কোন কার্যক্রম হতাশ জনগণ  » «   পুলিশের সাবেক আইজিপি শহীদুল ও মামুনের রিমান্ড মঞ্জুর  » «   সিলেটের কানাইঘাট সীমান্তের একাধিক এলাকা দিয়ে নেতাদেরকে পালাতে সহায়তা করেছে এই প্রভাবশালী চক্র  » «   সাবেক আইজিপি শহীদুল হককে ডিবি ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন সেনা হেফাজতে  » «   নবীগঞ্জে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানী’র ১০৬ তম জন্মবার্ষিকী পালন  » «   নবীগঞ্জে কথাকাটির জের ধরে সিএনজি চালক হাফিজুরকে চুরিঘাতের ৫ দিন হাসপাতালে থাকার পর মৃত্যু  » «   ভিসিবিহীন বিশ্ববিদ্যালয়ের বেতন হবে সিনিয়র অধ্যাপকের স্বাক্ষরে-শিক্ষা মন্ত্রণালয়  » «   ব্যারিস্টার সুমন,ফেরদৌস,সাকিবসহ সাবেক এমপিদের ৫০টি বিলাসবহুল গাড়ি বন্দরে আটকা  » «   হবিগঞ্জের নবীগঞ্জে তালামীযের উদ্যোগে রান্না করা খাবার প্রায় ৩শতাধীক বন্যার্থদের মধ্যে বিতরন  » «   সকল নাগরিকের জন্য চাই নিরাপদ খাদ্য-ইমদাদ ইসলাম  » «  

বিয়ানীবাজারে সমাজসেবী আব্দুল জলিল’র মতবিনিময়

22সিলেটপোস্টরিপোর্ট : বিয়ানীবাজারে তিলপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সমাজসেবী মোহাম্মদ আব্দুল জলিল’র সাথে মঙ্গলবার স্থানীয় পূর্ব দেবারেন গ্রামবাসীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এলাকার বিশিষ্ট মুরব্বী হাজী মতছিন আলীর সভাপতিত্বে ও বাদেপাশা ইউনিয়ন যুবলীগের সভাপতি আলীম উদ্দিন বাবলুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আসমান আলী, বিশিষ্ট মুরব্বী হাজী তছির আলী, বুরহান উদ্দিন, বিলাল উদ্দিন প্রমুখ।মতবিনিময় সভায় এলাকার সমস্যার কথা উল্লেখ করে মোহাম্মদ আব্দুল জলিল বলেন- তার এলাকায় এখনো গ্যাসের সমস্যা। বিলের পাড় ও হাওয়া পাড় এলাকায় বিদ্যুত নেই এবং বিল বাড়ি ও গোরর টেকায় এখনও অনেকে বিধবা ভাতা পায় না। আশিরগঞ্জ থেকে পূর্ব বাজার পর্যন্ত এখন মেরামত হয় নাই। শিক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে।উন্নয়মূলক কাজের কথা উল্লেখ করে তিনি বলেন- ‘বারই গ্রাম আশিরগঞ্জ রাস্তা জোরপূর্বক ভুগদখলে থাকা অবস্থায় আমি মামলা করে জনসাধারনের হাতে পৌছে দিয়েছি। যার ফলে মন্ত্রী সেখানে ব্রিজ ও রাস্তা নির্মাণ করে জনগনের কষ্ট লাঘব করেছেন।’আগামীতে সুযোগ পেলে তিনি এলাকাবাসীর পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়নের অংশীদার হবেন বলে উল্লেখ করেন এবং আগামীতে বিয়ানী বাজার থানার তিল পাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকাবাসীর সহযোগীতা কামনা করেন। মতবিনিময় সভায় বক্তারা বলেন- সমাজসেবী মোহাম্মদ আব্দুল জলিল পেশাগত জীবনে একজন কৃতী ফুটবলার ছিলেন। বি.আই.ডি.সি দলে খেলেছেন দীর্ঘদিন। তারপরে তিনি ১৯৭২-১৯৮৬ সালে বাংলাদেশ নাবিক ইউনিয়নের সেক্রেটারি হিসেবে- ফেন্সুগঞ্জ বি.আই.ডি.সি তে সরকারী কর্মকতা হিসেবে নিয়োজিত হন। ১৯৬২-১৯৬৫ সাল পর্যন্ত ছিলেন নৌবাহিনীতে। ১৯৭৭-এর পর থেকে সরকার উনাকে কয়েকবার ৩ বার মিশনে মিশর পাঠায়। এছাড়া তিনি সরকারিভাবে প্যাসেনজার ট্যুরিস্ট সিপ ভিক্টোরিয়ায় কাজ করেছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। বক্তারা ইউনিয়নবাসীর সেবায় এরকম একজন সৎ এবং কর্মদক্ষ মানুষের প্রয়োজন বলে উল্লেখ করেন।

সিলেটপোস্টরিপোর্ট/শেখ লুৎফুর/১৮/১১/১৫

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.