সিলেটপোস্ট রিপোর্ট : যুদ্ধাপরাধী বিএনপি নেতা সালাহ উদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এর ফাঁসির আদেশ সর্বোচ্চ আদালত বহাল রাখায় এবং অবিলম্বে ফাঁসি কার্যকরের দাবীতে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ-’৭১ সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে শুক্রবার সন্ধ্যা ৭টায় ধোপাদিঘিরপারস্থ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেট বিভাগীয় সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল।
সভায় বক্তব্য রাখেন বিভাগীয় সহ-সভাপতি মিসেস মারিয়ান চৌধুরী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আকরাম আলী, জেলা সভাপতি এডভোকেট বন্ধু গোপাল দাস, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়া, মহানগর সভাপতি এডভোকেট কিশোর কুমার কর, সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম রাজ্জাক চৌধুরী জুবের, বিভাগীয় নেতা বীর মুক্তিযোদ্ধা শোয়েব আহমদ, কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী, মহিলা কমিটির সভানেত্রী শামসুন্নাহার মিনু, সাধারণ সম্পাদিকা হাসনা হেনা চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, নারীনেত্রী মিসেস মাহমুদা নাজিম রুবী, কাউন্সিলর জাহানারা খানম মিলন, সাফিয়া বেগম, কয়েছ আহমদ মেহেদী, আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবু সাঈদ আব্দুল্লাহ, ডাঃ নিজামুল হক চৌধুরী, বাবু হরিপদ, মনির উদ্দিন মাষ্টার, আব্দুল মালিক, আইয়ুব আলী, রুবী রাণী চন্দ প্রমুখ।
সভায় বক্তারা যুদ্ধাপরাধী বিএনপি নেতা সালাহ উদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এর ফাঁসির রায় দ্রুত কার্যকর করার জোর দাবী জানান এবং আরো যারা যুদ্ধাপরাধী আছে তাদের বিচার দ্রুত শেষ করার জন্য সরকারের প্রতি আহবান জানান। সভায় ফাঁসির রায় বহাল থাকায় উপস্থিত সকলকে মিষ্ট মুখ করানো হয়। বিজ্ঞপ্তি
সিলেটপোস্ট২৪/ফয়ছল আহমদ/২০.১১.২০১৫