সিলেটপোস্টরিপোর্ট:সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ১৭ হাজার টাকা মূল্যের ভারতীয় পণের চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত ভারতীয় পণের মধ্যে নাসির বিড়ি ও সিএনজি অটোরিকসার টায়ার রয়েছে। শনিবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪১ ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা বিওপি’র বিজিবি’র সদস্যরা শনিবার সকাল ৮টায় সোনার খেওর নামক এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ৮২ হাজার পিস ভারতীয় নাসির বিড়ি ও সিএনজি অটোরিকসার টায়ার উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডোনা বিওপি’র নায়েব সুবেদার মো. ওমর ফারুক। জব্দকৃত মদের সিজার মূল্য ১ লাখ ১৭ হাজার ৫০০ টাকা।
কানাইঘাট থেকে লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য উদ্ধার
সিলেট পোস্ট ২৪ ডট কম
: নভেম্বর ২১, ২০১৫ | ৮:২৯ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »