সিলেটপোস্টরিপোর্ট:মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৩৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মওলানা ভাসানী ফাউন্ডেশন সিলেট এর উদ্যেগে মওলানা ভাসানীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শনিবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলায়তনে অনুষ্ঠিত হয়েছে।ফাউন্ডেশনের সভাপতি এডভোকেট সৈয়দ আশরাফ হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক দিদার ইবনে তাহের লস্করের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মওলানা ভাসানীর প্রতিষ্ঠিত সাপ্তাহিক হক-কথা পত্রিকার সম্পাদক সৈয়দ ইরফানুল বারী।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান। বক্তব্য রাখেন মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন অধ্যক্ষ লে. কর্ণেল (অব:) এম আতাউর রহমান পীর, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এডভোকেট গিয়াস উদ্দিন, জেলা আইনজিবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদুল্লাহ শহিদুল ইসলাম শাহিন,ভাসানী ন্যপ নেতা আব্দুর রকিব চৌধুরী, জেলা সাম্যবাদী দলের সাধারন সম্পাদক কমরেড ধীরেন সিংহ, মুক্তিযোদ্ধা মহি উদ্দিন আহমদ, জেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আল আছলাম মুমিন। হাফিয মওলানা নুরুল আমিনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট আব্দুল মান্নান, বীরমুক্তিযোদ্ধা এড. মজিবুর রহমান চৌধুরী, সৈয়দ আমির আলী, সাংবাদিক ও কলামিষ্ট আফতাব চৌধুরী, সাংবাদিক বশির উদ্দিন, ভাসানি ন্যাপ নেতা আব্দুর রাজ্জ্কা, এড. চৌধুরী আতাউর রহমান আজাদ, সংগঠক ও রাজনীতিবিদ কেএম আব্দুল্লাহ আল মামুন, জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. ওবায়দুর রহমান ফাহমি, রোটারিয়ান সৈয়দ জিয়াউস শামস, সংগঠক আজাদ আহমদ, বিএনপি নেতা হেলাল আহমদ প্রমুখ।আলোচনা সভা শেষে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে অনুষ্টিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন ও স্বপ্নঘুড়ি সাংস্কৃতিক ফোরমের পরিচালনায় দেশাত্ববোধক সংগীত পরিবেশন করা হয়।
জননেতা ভাসানীর আদর্শ অনুসরনের মাধ্যমেই চলমান সংকট উত্তরন সম্ভব
সিলেট পোস্ট ২৪ ডট কম
: নভেম্বর ২১, ২০১৫ | ৮:৩৯ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »