সিলেটপোস্টরিপোর্ট:সিলেটের পরিবহণ সেক্টরকে ধূমপান মুক্ত করতে চালক-হেলপারদের আরও আন্তরিক হতে হবে। যানবাহনে যাত্রীরা যেমন ধূমপান থেকে বিরত থাকা উচিত তেমনি চালক-হেলপারদেরও যানবাহনে ধূমপান থেকে বিরত থাকতে হবে। তবেই সিলেটের পরিবহণ সেক্টরকে ধূমপান মুক্ত করা সম্ভব। সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন আয়োজিত ‘পাবলিক পরিবহনে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সচেতনতামূলক সভা’য় বক্তারা এসব কথা বলেন। শনিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে অনুষ্ঠিত সচেতনতামূলক সভার সহযোগিতায় ছিল সীমান্তিক তামাক মুক্ত সিলেট প্রকল্প।
শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ শামসুল হক মানিকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সহ সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, এ্যন্টি টোব্যকো মিডিয়া এলাইন্স (আত্মা)’র নির্বাহী সদস্য সাংবাদিক শাহ সুহেল আহমদ, শ্রমিক ইউনিয়নের সাবেক প্রচার সম্পাদক আব্দুল খালিক লাকি, সিলেট-জকিগঞ্জ বাস শ্রমিক সমিতির সহ সম্পাদক রিয়াজুল ইসলাম রাজন, সিলেট-জকিগঞ্জ মিনিবাস শ্রমিক সমিতির কোষাধ্যক্ষ মো. হারিছ আলী।সীমান্তিকের প্রজেক্ট অফিসার শেফালী বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন মিডিয়া অফিসার মুরাদ বক্স, প্রজেক্ট অফিসার নুরুল ইসলাম আতিক, একাউন্ট অফিসার আরিফুর রহমান, ফিল্ড অফিসার এহসানুল হক তমাল, শ্রমিক নেতা আব্দুর রহমান আবদু প্রমুখ।সভা শেষে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও সীমান্তিকের উদ্যোগে ধূমপান বিরোধী ক্যাম্পেইন, বিভিন্ন পরিবহন ও পরিবহন অফিসে স্টিকার লাগানো হয়।