সিলেটপোস্ট রিপোর্ট : যুদ্ধাপরাধী বিএনপি নেতা সালাহ উদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এর ফাঁসির রায় কার্যকর করায় সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ-’৭১ সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে রোববার বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এক আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেট বিভাগীয় সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল।
সভায় বক্তব্য রাখেন সিলেটের প্রবীণ সাংবাদিক আল-আজাদ, বিভাগীয় সহ-সভাপতি মিসেস মারিয়ান চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়া, মহানগর সভাপতি এডভোকেট কিশোর কুমার কর, সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম রাজ্জাক চৌধুরী জুবের, বিভাগীয় নেতা বীর মুক্তিযোদ্ধা শোয়েব আহমদ, এডভোকেট সাইফুর রহমান, এডভোকেট মাসুম আহমদ, মহিলা কমিটির সভানেত্রী শামসুন্নাহার মিনু, নারীনেত্রী মিসেস মাহমুদা নাজিম রুবী, কাউন্সিলর শামীমা স্বাধীন, রুবী রাণী চন্দ, বাবু হরিপদ চন্দ, তারেকুল ইসলাম তারেক, বাহারুল হুদা চৌধুরী, পারভীন আক্তার, শাহিদা তালুকদার, হেনা মম, নাসরিন হালিমা, সাবিনা ইয়াসমিন, স্বপ্না বেগম, রেনুকা দাস, রেবা বৈদ্য, সাংবাদিক মুজিবুর রহমান ডালিম, খসরুজ্জামান, আকরাম আহমদ সেবিল, হেনা ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা যুদ্ধাপরাধী বিএনপি নেতা সালাহ উদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এর ফাঁসির রায় কার্যকর করায় সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আরো যারা যুদ্ধাপরাধী আছে তাদের বিচার দ্রুত শেষ করার জন্য সরকারের প্রতি আহবান জানান। ফাঁসির রায় কার্যকর করায় উপস্থিত সকলকে মিষ্টি মুখ করানো হয়।
সিলেটপোস্ট২৪ডটকম/ফয়ছল আহমদ/২২.১১.২০১৫