সিলেটপোস্টরিপোর্ট:দেশব্যাপী জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে সিলেট নগরীর কাজী জালাল উদ্দিন ঝরণার পার এলাকাতে মিছিল বের করতে চেষ্টা করে একদল শিবির কর্মী। এসময় পুলিশ ঘটনাস্থলে চলে আসলে শিবির কর্মীরা পালিয়ে যায়। পালানোর সময় শিবির কর্মীদের একটি মোটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ।জামায়াতের শীর্ষ নেতা আলী আহসান মুজাহিদের মৃত্যুদন্ড কার্যকর হওয়ার প্রতিবাদে দেশব্যাপী জামায়াতের সকাল সন্ধ্যা হরতাল চলছিল। এসময় সকাল সাড়ে ১০ টার দিকে সিলেট নগরীর কুমারপাড়া পয়েন্ট থেকে ১০০ গজ উত্তর দিকে কাজী জালাল উদ্দিন ঝরনার পার রাস্তার মুখে শিবিরের ২০/৩০ নেতাকর্মী ঝড়ো হতে থাকেন। এসময় বেশ ক’টি মোটর সাইকেলও ছিল। মোটরসাইকেল আরোহী অধিকাংশের মাথায় হেলমেট পরিহিত ছিল।কুমারপাড়া পয়েন্টে টহলরত পুলিশ সদস্যরা বিষয়টি জানতে পেরে তারা ঝরনার পারের দিকে ছুটে আসেন। এসময় পুলিশ দেখে দৌড়ে পালিয়ে যেতে থাকেন শিবিরের নেতাকর্মীরা। পুলিশের তাড়া খেয়ে শিবির কর্মীরা একটি মোটর সাইকেলও ফেলে গেছে।সিলেট কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থল থেকে শিবির কর্মীদের একটি মোটর সাইকেল উদ্ধারের কথাও জানান তিনি।
নগরীর ঝরণার পার এলাকাতে পুলিশ দেখে মোটর সাইকেল ফেলে শিবিরের পলায়ন
সিলেট পোস্ট ২৪ ডট কম
: নভেম্বর ২৩, ২০১৫ | ১২:৫০ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »