সিলেটপোস্ট ডেস্ক : আওয়ামী লীগের ভেতরেও যুদ্ধাপরাধীরা লুকিয়ে আছে বলে সতর্ক করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
জামায়াতের ডাকা হরতালের বিরুদ্ধে সোমবার চট্টগ্রাম নগরীর দারুল ফজল মার্কেটের সামনে মহানগর আওয়ামী লীগ আয়াজিত এক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মহিউদ্দিন চৌধুরী বলেন, “যুদ্ধাপরাধীরা লুকিয়ে আছে সমাজে, এমনকি আমাদের দলের মধ্যেও। তাদের চিহ্নিত করতে সামাজিক উদ্যোগ চাই।’
যুদ্ধাপরাধীদের সঙ্গে সামাজিক সম্পর্ক ছাড়ার তাগিদ দিয়ে সাবেক মেয়র বলেন, “তা না হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের উন্নয়নমুখী অগ্রযাত্রায় কাঁটা সৃষ্টি হবে। এই কাঁটা অপসারণ করতে হবে।”
নগর কমিটির সাংগঠনিক সম্পাদক শফিক আদনানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন- জাসদের মহানগর সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাবুল, নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রশিদ, সাম্যবাদী দলের অমুল্য বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, নগর আওয়ামী লীগ নেতা শেখ শহিদুল আনোয়ার ও যুবলীগের ফরিদ মাহমুদ প্রমুখ।
সিলেটপোস্ট২৪ডটকম/ফয়ছল আহমদ/২৩.১১.২০১৫