সিলেটপোস্ট রিপোর্ট :সিলেটে স্কুল ছাত্র শিশু আবু সাঈদ(৯)কে অপহরণ ও হত্যা মামলায় দুই বিচারক ও তদন্তকারী পুলিশ কর্মকর্তাসহ আরও ৪ জন সাক্ষ্য দিয়েছেন আদালতে।তাদের নিয়ে এ মামলায় ২২ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হলো।মঙ্গলবার সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রশিদ তাদের সাক্ষ্য গ্রহণ করেন।সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মালেক জানান, মঙ্গলবার আদালতে সিলেট মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক শাহেদুল করিম, ২য় আদালতের বিচারক ফারহানা ইয়াসমিন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক শামীমুর রহমান পীর ও সিলেটের জকিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রতন লাল দেব সাক্ষ্য দিয়েছেন। এ পর্যন্ত (তিন দিনে) মামলায় ৩৭ সাক্ষীর মধ্যে ২২ জনের সাক্ষ্য নেয়া হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত আলোচিত এ মামলায় টানা সাক্ষ্যগ্রহণ চলবে।তিনি জানান, সব আইনি প্রক্রিয়া শেষে চলতি মাসেই রায় ঘোষণার সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি।গত ১৭ নভেম্বর সাঈদ অপহরণ ও হত্যা মামলায় ৪ জনের বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেন। ওই চারজন হচ্ছেন নগরীর বিমানবন্দর থানার কনস্টেবল (বরখাস্তকৃত) এবাদুর রহমান পুতুল, র্যাবের কথিত সোর্স আতাউর রহমান গেদা, সিলেট জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম রাকিব ও প্রচার সম্পাদক মাহিব হোসেন মাসুম। এরা সবাই কারাগারে রয়েছেন।চলতি বছরের ১১ মার্চ সকাল সাড়ে ১১টার দিকে সিলেট নগরীর রায়নগর থেকে স্কুলছাত্র আবু সাঈদকে (৯) অপহরণ করা হয়। এরপর ১৩ মার্চ রাত সাড়ে ১০টায় বিমানবন্দর থানার পুলিশ কনস্টেবল এবাদুর রহমান পুতুলের কুমারপাড়াস্থ ঝর্ণারপাড় সবুজ-৩৭ নং বাসার ছাদের চিলেকোঠা থেকে সাঈদের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।এদিকে, চাঞ্চল্যকর এই মামলার সাক্ষ্যগ্রহণ শেষে কারাগারে নেয়ার সময় প্রিজন ভ্যানে জয় বাংলা শ্লোগান দেয় দুই জেলা ওলামা লীগের নেতাসহ মামলার আসামি ৪জন।
আবু সাঈদ অপহরণ ও হত্যা মামলায় রায় এ মাসেই
সিলেট পোস্ট ২৪ ডট কম
: নভেম্বর ২৫, ২০১৫ | ৮:০৬ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »