শত কষ্টের মাঝে তুমি আমার…………..কাওছার

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০১৫, ৮:৪০ পূর্বাহ্ণ
মন চায় ছুটে যেতে দূর কোন অজানায়
মন চায় ডোবে থাকি নতুন নতুন যন্ত্রণায়,,
মন চায় হাজারও কষ্টের মাঝে একটু সুখ খোঁজে নিতে,
মন চায় একা একা হাজারও পথ হেটে যেথে,,
মন চায় নিশী রাতের কালো আধারকে সংঙ্গী করে নিতে,
মন চায় সবার মনে একটু জায়গা করে নিতে,,
মন চায় সূখ না হয় দূখের সময় পাশে দাড়াঁতে,
মন চায় তুমি থাক হাজারও কষ্টের মাঝে,,।