সংবাদ শিরোনাম
দায়িত্ব বুঝে নিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার  » «   সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত  » «   বিচার করতে হবে প্রতিটি হত্যাকাণ্ডের,কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে- সিলেটে আল্লামা মামুনুল হক  » «   সিলেটবাসীর হৃদয়ে চির জাগরূপ হয়ে থাকবেন এম সাইফুর রহমান: মিফতাহ সিদ্দিকী  » «   আজ পদত্যাগ করতে পারে নির্বাচন কমিশন , দুপুরে সংবাদ সম্মেলন  » «   কাউন্সিলর বিহীন ৩৬নং ওয়ার্ডে নেই কোন কার্যক্রম হতাশ জনগণ  » «   পুলিশের সাবেক আইজিপি শহীদুল ও মামুনের রিমান্ড মঞ্জুর  » «   সিলেটের কানাইঘাট সীমান্তের একাধিক এলাকা দিয়ে নেতাদেরকে পালাতে সহায়তা করেছে এই প্রভাবশালী চক্র  » «   সাবেক আইজিপি শহীদুল হককে ডিবি ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন সেনা হেফাজতে  » «   নবীগঞ্জে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানী’র ১০৬ তম জন্মবার্ষিকী পালন  » «   নবীগঞ্জে কথাকাটির জের ধরে সিএনজি চালক হাফিজুরকে চুরিঘাতের ৫ দিন হাসপাতালে থাকার পর মৃত্যু  » «   ভিসিবিহীন বিশ্ববিদ্যালয়ের বেতন হবে সিনিয়র অধ্যাপকের স্বাক্ষরে-শিক্ষা মন্ত্রণালয়  » «   ব্যারিস্টার সুমন,ফেরদৌস,সাকিবসহ সাবেক এমপিদের ৫০টি বিলাসবহুল গাড়ি বন্দরে আটকা  » «   হবিগঞ্জের নবীগঞ্জে তালামীযের উদ্যোগে রান্না করা খাবার প্রায় ৩শতাধীক বন্যার্থদের মধ্যে বিতরন  » «   সকল নাগরিকের জন্য চাই নিরাপদ খাদ্য-ইমদাদ ইসলাম  » «  

রবির বিরুদ্ধে ফের সচল ৪১ মামলা

22সিলেটপোস্ট রিপোর্ট :বেসরকারি মোবাইল অপারেটর রবির বিরুদ্ধে কর্মীদের দায়ের করা ৪১টি মামলা সচলের পক্ষে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ রবির আবেদন খারিজ করে রোববার এ আদেশ দেন। এই বেঞ্চের অপর সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।  আদালতে কর্মীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হাসান এম এস আজিম ও মেজবাহ উদ্দিন। রবির পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও রমজান শিকদার।আপিল বিভাগের আদেশের পর ব্যারিস্টার হাসান এম এস আজিম বলেন, এই আদেশের ফলে রবির প্রকৌশল বিভাগের কর্মী ছাটাই সংক্রান্ত ৪১টি মামলা আবারো শ্রম আদালতে ফিরে যাচ্ছে।আজিম জানান, আইন অনুযায়ী চাকরি স্থায়ী না করায় ২০১১ সালের ২০ জুলাই রবির মাদার কোম্পানি আজিয়াটার বিরুদ্ধে শ্রম আদালতে মামলা করেন ৪২ জন টেকনিক্যাল অ্যাসিসট্যান্ট।মামলার আবেদনে তারা বলেন, শ্রম আইনের ৪ (১) ধারা অনুযায়ী  নিয়োগের তিন মাস শেষ হলে চাকরি স্থায়ী করতে হবে। কিন্তু তাদের কাজ তিন মাস ধরে চললেও আইন অনুযায়ী চাকরি স্থায়ী না করে বারবার চুক্তিভিত্তিক নিয়োগ দেয় রবি।আইনজীবী জানান, মামলার সময় ৪১ জনই চাকরিতে বহাল ছিলেন। শুধু একজনের চুক্তির মেয়াদ মামলা করার আগেই শেষ হয়।তিনি বলেন, এর পর আর কারো চাকরি নবায়ন না করে ক্রমেই সবার চুক্তির মেয়াদ শেষ হওয়ার জন্য অপেক্ষা করে রবি। মেয়াদ শেষে আদালতে আত্মপক্ষ সমর্থন করে ওই ৪২ জন নিজের কর্মচারী নয় বলে মামলা খারিজের আবেদন করে কোম্পানিটি। কিন্তু রবির আবেদন নাকচ করে দেয় শ্রম আদালত।এরপর ২০১২ সালের ২ মে উচ্চ আদালতে শ্রম আদালতের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ৪২ টি রিট আবেদন করে রবি।আবেদনের প্রেক্ষিতে শ্রম আদালতে কর্মীদের দায়ের কর মামলায় স্থগিতাদেশ জারি করে হাইকোর্ট। একই সঙ্গে রুলও জারি করা হয়।২০১৩ সালের ২৯ জুলাই কর্মীদের বিরুদ্ধে রবির দায়ের করা ৪১টি আবেদন খারিজ করে ও একটি নিষ্পত্তি করে রায় দেন হাই কোর্ট। একইসঙ্গে শ্রম আদালতে মামলার কার্যক্রমে স্থগিতাদেশ প্রত্যাহার করে ছয় মাসের মধ্যে তা নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়।এরপর হাই কোর্টের ওই রায় চ্যালেঞ্জ করে আপিল আবেদন করে রবি। রোববার রবির সেই আবেদনও খারিজ করেন আপিল বিভাগ।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.