সিলেটপোস্ট রিপোর্ট :সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পৌণে ১ লাখ ২৬ হাজার টাকা মূল্যের ভারতীয় মদের চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত মদের মধ্যে ১২৪ বোতল বিভিন্ন প্রকার ভারতীয় মদ রয়েছে। বৃহস্পতিবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫ ব্যাটালিয়নের সূত্রে জানা যায়, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লাফাজ বিওপি’র বিজিবি’র সদস্যরা বুধবার দিবাগত রাতে শ্রীপুর নামক এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ১২৪ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন লাফাজ বিওপি’র হাবিলদার মুতাহার হোসেন।
দোয়ারাবাজার থেকে লক্ষাধিক টাকার ভারতীয় মদ উদ্ধার
সিলেট পোস্ট ২৪ ডট কম
: ডিসেম্বর ৩, ২০১৫ | ১১:২৬ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »