ওয়ানডেতে একাই ১০ উইকেট!
সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০১৫, ৩:৩৫ অপরাহ্ণ
সিলেটপোস্ট রিপোর্ট : ইতিহাসে প্রথমবারের মতো আইসিসি স্বীকৃত কোনো একদিনের ক্রিকেটে একাই ১০ উইকেট নেয়ার নজির গড়লেন নেপালের মাহবুব আলম।আইসিসি ক্রিকেট লিগের পঞ্চম ডিভিশনের খেলায় মোজাম্বিকের বিরুদ্ধে নেপালের এই বাঁহাতি পেস বোলার মাত্র ১২ রান দিয়ে তুলে নেন ১০ উইকেট। যা পৃথিবীর ক্রিকেট ইতিহাসে একজন ক্রিকেটারই করেছিলেন, যার নাম অনিল কুম্বলে। ভারতের সাবেক লেগ স্পিনার পাকিস্তানের বিরুদ্ধে এক ইনিংসে সবকটি উইকেটই তুলে নিয়েছিলেন। তবে সেটা টেস্ট ক্রিকেটে। ৫০ ওভারের খেলায় ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব একমাত্র মাহাবুবেরই।
এর আগে ২০০৮-এ, মাহাবুব আলম মায়ানমারেরে বিরুদ্ধে ৮ উইকেট নিয়ে রেকর্ড করেছিলেন। এবার নিজেই নিজের রেকর্ড ভাঙলেন।




