সিলেটপোস্ট রিপোর্ট :বগুড়ায় ২০ লাখ টাকা চাঁদা আদায়কালে দেশীয় অস্ত্রসহ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।শাহাজাহানপুর উপজেলার আড়িয়া এলাকা থেকে শুক্রবার বিকেল পৌনে ৩টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- শাহজাহানপুর উপজেলার স্বেচ্ছাসেবক লীগ নেতা মনির, মনিক, মাসুদ, আব্দুল বাছেদ এবং শামীম। এসময় তাদের কাছ থেকে চারটি সামুরাই তলোয়ার, একটি চাপাতি ও দুটি ছোরা উদ্ধার করে পুলিশ।শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ (প্রশাসন-অপারেশনস) আলমগীর হোসেন জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল নির্মাণাধীন ফিড কারখানায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে ২০ লাখ টাকা চাঁদা আদায়কালে তাদের হাতেনাতে আটক করে।
তিনি আরো জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।