সিলেটপোস্ট রিপোর্ট :কুমিল্লার দাউদকান্দি এলাকায় সোমবার সন্ধ্যা দুর্বৃত্তদের গুলিতে কেয়া চৌধুরী (২৬) নামে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাবার নাম আব্দুল কাদের চৌধুরী। কুমিল্লা জেলার দাউদকান্দির শাহপাড়া এলাকায় তাদের বাড়ি বলে জানা গেছে।
আহত কেয়া চৌধুরীর ফুফু মিনা চৌধুরী শীর্ষ নিউজকে জানান, তাদের বাড়ির রান্না ঘরে সন্ধ্যার সময় কেয়া ছিল। এসময় কে বা কারা রান্না ঘরের জানালা দিয়ে একটি গুলি করে। এতে কেয়ার পিঠে বিদ্ধ হয়ে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধারের পর প্রথমে দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে। ঢামেক হাসপাতাল সূত্র জানায়, আহত কেয়ার অবস্থা আশঙ্কাজনক।