সিলেটপোস্ট রিপোর্ট :বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানি মুর্খাজির কোল জুড়ে এসেছে এক ফুটফুটে রাজকন্যা।বুধবার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। মেয়েটির নাম রেখেছেন আদিরা।টুইটারে চোপড়া পরিবারের পক্ষ থেকে প্রথম খবরটি দেন উদয় চোপড়া। তিনি লিখেছেন, ‘ইটস আ গার্ল।’মেয়ে হওয়ার পর রানি জানিয়েছেন, ‘‘আমার সব অনুরাগীদের ধন্যবাদ। আজ সৃষ্টিকর্তা তার সেরা উপহারটা আমাকে দিয়েছেন। আদিরা। আমার সব বন্ধুদের তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।’’পরিচালক করণ জোহর টুইট করেছেন, ‘একটা ফুটফুটে মেয়ের কাকা হলাম আজ। রানি-আদিত্যর মেয়ে হয়েছে।’ঋষি কাপুর টুইট করেছেন, ‘অভিনন্দন। রানি-আদিত্য এখন একটা ছোট্ট মেয়ের গর্বিত বাবা-মা।’সন্তানসম্ভবা হওয়ার পর বেশ আড়ালেই থাকছিলেন এই বলিউড অভিনেত্রী।
রাজকন্যার মা হলেন রানি
সিলেট পোস্ট ২৪ ডট কম
: ডিসেম্বর ১০, ২০১৫ | ১২:৪০ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »