সিলেট পোস্ট ডেস্ক : গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত কেন পুনর্বিবেচনা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। সোমবার এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের বেঞ্চ এই রুল জারি করে।
আদেশের পর আইনজীবী সাইফুল আলম বলেন, গত ২৭ আগস্ট সরকার গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করে। ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনা চেয়ে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সরকারের কাছে পৃথক দুটি আবেদন করলেও তা নাকচ করা হয়। নাকচের বিরুদ্ধে ক্যাব হাইকোর্টে একটি রিট আবেদন করে। রিটের শুনানি শেষে আজ হাইকোর্ট গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত কেন পুনর্বিবেচনা করা হবে না, এই মর্মে রুল জারি করে।
গত ২৭ অগাস্ট বিদ্যুতের দাম গড়ে ২ দশমিক ৯৩ শতাংশ এবং গ্যাসের দাম ২৬.২৯ শতাংশ বৃদ্ধি করে বিইআরসি। ১ সেপ্টেম্বর থেকে এই দাম কার্যকর করা হয়। চলতি বছর ৭ সেপ্টেম্বর কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) পক্ষ থেকে এই রিট আবেদন করা হয়।
রিটের পক্ষে শুনানি করেন এম সাইফুল আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।