সিলেট পোস্ট রিপোর্ট : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ইংরেজী বিভাগের উদ্যোগে ‘চেতনা-৭১’ নামক দেয়ালিকার মোড়ক উন্মোচন করা হয়েছে । বিভাগ থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞাপ্তিতে এ কথা জানা যায় ।
বুধবার বিজয় দিবস উদযাপন শেষে ইংরেজী বিভাগে এ মোড়ক উন্মোচন করা হয় ।
ইংরেজী বিভাগের পক্ষ থেকে বিজয় দিবসও আড়ম্বরভাবে উদযাপন করা হয় ।
বুধবার সকালে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা মিলে বিজয় র্যালী করে শাবি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে । এরপর ইংরেজী বিভাগ বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় বিজয় র্যালীতে অংশ নেয় ।
পরবর্তীতে ‘চেতনা ৭১’ দেয়ালিকার মোড়ক উন্মোচন করেন ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. আতিউল্লাহ ।
এসময় ড. মো. আতিউল্লাহ বলেন, নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের ফলে অর্জিত এ স্বাধীনতার ফলেই আমরা এ স্বাধীন দেশে বাস করতে পারছি। বিজয়ের এ দিনে এ ধরনের দেয়ালিকা বিভাগের শিক্ষার্থীদের আরো সৃজনশীল কর্মকান্ডে উৎসাহ যোগাবে ।
এ সময় বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন ।