সিলেট পোস্ট ডেস্ক : থাইল্যান্ডে অবস্থানরত বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক অভিবাসন দিবস-২০১৫ উপলক্ষে শুক্রবার অর্ধদিবস সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে বাংলাদেশ রাষ্ট্রদূত সৈয়দা মুনা তাসনিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তত্বে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে প্রবাসী ও অভিবাসীদের নিরাপত্তা, অধিকার ও কল্যাণের বিষয়টি স্বীকার করেছেন।
আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সম্পর্কিত আঞ্চলিক অফিসের জ্যেষ্ঠ প্রতিনিধিরা সেমিনারে উপস্থিত ছিলেন। সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা এতে অংশ নেয়।
পরে সেমিনারে ‘দি ওয়ার্ক হিরোস অব বাংলাদেশ’ নামে একটি প্রামাণ্য চিত্র পরিবেশন করা হয়।