সিলেট পোস্ট রিপোর্ট :কিশোরগঞ্জের কিশোরী রাজিয়া (ছদ্মনাম)। এ বছর সে জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। বছর খানেক আগে মোবাইলে ফোনের সূত্র ধরে রাসেল নামের এক তরুণের সঙ্গে তার পরিচয় হয়।প্রেমের টানে ওই তরুণের সঙ্গে দেখা করতে গত ১০ ডিসেম্বর গ্রামের বাড়ি থেকে ঢাকায় আসেন ওই কিশোরী। এরপর রাসেল ওই দিনই রাজধানীর শাহ আলীতে একটি হোটেলে চাকরি নেয়। আর ওই হোটেল মালিকের বাসায় রাখে তার প্রেমিকাকে। দু’দিন পরই ১২ ডিসেম্বর কিশোরীকে রেখে হোটেল মালিকের মোবাইল ফোন সেট ও নগদ দুই হাজার টাকা নিয়ে পালিয়ে যায় রাসেল। পরে হোটেল মালিক পুলিশের সহায়তায় শুক্রবার ওই কিশোরীকে তার মা-বাবার হাতে তুলে দেন।
শাহ আলী থানার এস আই মোক্তারুজ্জামান বলেন, ভুয়া নাম-ঠিকানা দিয়ে রাসেল হোটেলে কাজ নেয়। তার বিষয়ে এর বেশি কিছু জানা সম্ভব হয়নি। কিশোরীকে পরিবারের কাছে তুলে দেয়া হয়েছে।