সিলেট পোস্ট রিপোর্ট :আসন্ন পৌরসভা নির্বাচনে প্রার্থীদের পক্ষে একসঙ্গে প্রচার চালাতে সিদ্ধান্ত নিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দল।আজ শনিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।বৈঠক শেষে দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সংবাদ সম্মেলনে বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন, দেশের বিভিন্ন স্থানে জোটের প্রার্থীদের ওপর নির্যাতন শুরু হয়েছে। নেতা-কর্মীদের গ্রেপ্তার করে কারাগার ভরে ফেলা হয়েছে। অনেক প্রার্থী আছেন, যাঁরা গ্রেপ্তারের ভয়ে নির্বাচনী প্রচারে অংশই নিতে পারছেন না।গ্রেপ্তার-নির্যাতন থেকে বিরত থাকতে সরকারের প্রতি দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘সব বিরোধীদলীয় নেতা ও কর্মী যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের মুক্তি দাবি করছি। সেই সঙ্গে নির্বাচনের যে কয়েক দিন অবশিষ্ট আছে, সে কয়েকদিন দলীয় প্রার্থীদের পক্ষে সবাই মিলে প্রচার চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’পৌরসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। সরকার যেন এই নির্বাচনে হস্তক্ষেপ না করে সে দাবিও জানান তিনি।মির্জা ফখরুল আরো বলেন, ‘বাংলাদেশে বর্তমানে গণতন্ত্র অনুপস্থিত। এই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে, ভোটের অধিকারকে ফিরিয়ে আনতে, বাক স্বাধীনতাকে ফিরিয়ে আনতে আমরা এ নির্বাচনে অংশ নিচ্ছি।’আজ সকালে গুলশানে বৈঠকটি শুরু হয়। এতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় পার্টির একাংশের মহাসচিব মোস্তফা জামান হায়দার, এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদসহ ২০ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
–