সংবাদ শিরোনাম
দায়িত্ব বুঝে নিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার  » «   সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত  » «   বিচার করতে হবে প্রতিটি হত্যাকাণ্ডের,কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে- সিলেটে আল্লামা মামুনুল হক  » «   সিলেটবাসীর হৃদয়ে চির জাগরূপ হয়ে থাকবেন এম সাইফুর রহমান: মিফতাহ সিদ্দিকী  » «   আজ পদত্যাগ করতে পারে নির্বাচন কমিশন , দুপুরে সংবাদ সম্মেলন  » «   কাউন্সিলর বিহীন ৩৬নং ওয়ার্ডে নেই কোন কার্যক্রম হতাশ জনগণ  » «   পুলিশের সাবেক আইজিপি শহীদুল ও মামুনের রিমান্ড মঞ্জুর  » «   সিলেটের কানাইঘাট সীমান্তের একাধিক এলাকা দিয়ে নেতাদেরকে পালাতে সহায়তা করেছে এই প্রভাবশালী চক্র  » «   সাবেক আইজিপি শহীদুল হককে ডিবি ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন সেনা হেফাজতে  » «   নবীগঞ্জে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানী’র ১০৬ তম জন্মবার্ষিকী পালন  » «   নবীগঞ্জে কথাকাটির জের ধরে সিএনজি চালক হাফিজুরকে চুরিঘাতের ৫ দিন হাসপাতালে থাকার পর মৃত্যু  » «   ভিসিবিহীন বিশ্ববিদ্যালয়ের বেতন হবে সিনিয়র অধ্যাপকের স্বাক্ষরে-শিক্ষা মন্ত্রণালয়  » «   ব্যারিস্টার সুমন,ফেরদৌস,সাকিবসহ সাবেক এমপিদের ৫০টি বিলাসবহুল গাড়ি বন্দরে আটকা  » «   হবিগঞ্জের নবীগঞ্জে তালামীযের উদ্যোগে রান্না করা খাবার প্রায় ৩শতাধীক বন্যার্থদের মধ্যে বিতরন  » «   সকল নাগরিকের জন্য চাই নিরাপদ খাদ্য-ইমদাদ ইসলাম  » «  

কুষ্টিয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীকে হাতুড়িপেটা

10সিলেট পোস্ট রিপোর্ট :কুষ্টিয়ার কুমারখালী পৌরসভায় নির্বাচনী প্রচার চালানোর সময় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও তার সমর্থকদের ওপর হাতুড়ি ও লাঠি নিয়ে হামলা করেছে দলটির মনোনীত প্রার্থীর নেতাকর্মীরা।এতে মেয়র প্রার্থী জাকারিয়া খান জেমসসহ তার ৬ কর্মী আহত হয়েছেন।শুক্রবার রাতে শহরের হলবাজার মোড়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ও আহতরা।আহতরা কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।জাকারিয়া খান জেমস এ হামলার জন্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামসুজ্জামান অরুণকে দায়ী করেছেন। তবে অরুণ এ অভিযোগ অস্বীকার করেন।স্থানীয়রা জানায়, জেমসের পক্ষে বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ শেষে শহরের হলবাজার মোড়ে পথসভায় বক্তৃতা করছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ আলতাফ মাহমুদ।এ সময় আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী শামসুজ্জামান অরুণের ভাই শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান নিপুনের নেতৃত্বে হাতুড়ি ও লাঠিসোটাসহ ২০-২৫ যুবক এসে অতর্কিত হামলা করে সভায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
এ ঘটনায় আহত হয়েছেন মেয়র প্রার্থী জাকারিয়া খান জেমস, শেখ আলতাফ মাহমুদ, কর্মী আলমগীর হোসেন, সামছুল আলম, নজরুল ইসলাম ও ওবায়দুল ইসলাম।
গুরুতর আহত শেখ আলতাফ মাহমুদকে রাতেই কুষ্টিয়ার একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আলমগীর ও সামছুলের শরীরে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে।বিদ্রোহী মেয়র প্রার্থী জাকারিয়া খান জেমস জানান, এর আগেও আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীর উপস্থিতিতে তার নির্বাচনী কর্মীদের ওপর পাথর ছুড়ে মারা হলে দুই কর্মী আহত হন।এ ব্যাপারে থানায় এবং রির্টানিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এরপরও তাদের নির্বাচনী কার্যক্রম চালাতে বাধা দেওয়া হচ্ছে। প্রতিনিয়ত তার কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। প্রকাশ্যে লাঠিসোটা ও হাতুড়ি নিয়ে মহড়া দিচ্ছে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীর কর্মীরা।আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং বর্তমান মেয়র শামসুজ্জামান অরুণ হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, আমার কোনো লোকজন এ ঘটনার সঙ্গে জড়িত নয়। আমাকে ফাঁসাতে এসব অভিযোগ আনা হচ্ছে।কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিবুল হক জানান, রাতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.