সংবাদ শিরোনাম
দায়িত্ব বুঝে নিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার  » «   সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত  » «   বিচার করতে হবে প্রতিটি হত্যাকাণ্ডের,কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে- সিলেটে আল্লামা মামুনুল হক  » «   সিলেটবাসীর হৃদয়ে চির জাগরূপ হয়ে থাকবেন এম সাইফুর রহমান: মিফতাহ সিদ্দিকী  » «   আজ পদত্যাগ করতে পারে নির্বাচন কমিশন , দুপুরে সংবাদ সম্মেলন  » «   কাউন্সিলর বিহীন ৩৬নং ওয়ার্ডে নেই কোন কার্যক্রম হতাশ জনগণ  » «   পুলিশের সাবেক আইজিপি শহীদুল ও মামুনের রিমান্ড মঞ্জুর  » «   সিলেটের কানাইঘাট সীমান্তের একাধিক এলাকা দিয়ে নেতাদেরকে পালাতে সহায়তা করেছে এই প্রভাবশালী চক্র  » «   সাবেক আইজিপি শহীদুল হককে ডিবি ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন সেনা হেফাজতে  » «   নবীগঞ্জে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানী’র ১০৬ তম জন্মবার্ষিকী পালন  » «   নবীগঞ্জে কথাকাটির জের ধরে সিএনজি চালক হাফিজুরকে চুরিঘাতের ৫ দিন হাসপাতালে থাকার পর মৃত্যু  » «   ভিসিবিহীন বিশ্ববিদ্যালয়ের বেতন হবে সিনিয়র অধ্যাপকের স্বাক্ষরে-শিক্ষা মন্ত্রণালয়  » «   ব্যারিস্টার সুমন,ফেরদৌস,সাকিবসহ সাবেক এমপিদের ৫০টি বিলাসবহুল গাড়ি বন্দরে আটকা  » «   হবিগঞ্জের নবীগঞ্জে তালামীযের উদ্যোগে রান্না করা খাবার প্রায় ৩শতাধীক বন্যার্থদের মধ্যে বিতরন  » «   সকল নাগরিকের জন্য চাই নিরাপদ খাদ্য-ইমদাদ ইসলাম  » «  

পুলিশের কারসাজিতে ৭ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি

3সিলেটপোস্ট২৪রিপোর্ট :পুলিশের কারসাজিতে ৭ বছরের এক শিশুকে ধর্ষণ মামলার আসামি করা হয়েছে। এ নিয়ে গোটা জেলায় আলোচনা সমালোচোনার ঝড় উঠেছে। আইনজ্ঞদের মাঝেও ক্ষোভ দেখা দিয়েছে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোস্তবাপুর গ্রামে ।

সোমবার বাবার কোলে চড়ে আদালতে হাজিরা দিতে আসে সজিব। ঝিনাইদহের অবকাশকালীন দায়রা জজ আদালতের বিচারক সানা মোহাম্মদ মারুফ হোসাইন বিষয়টি খতিয়ে দেখতে রাষ্ট্র পক্ষের আইনজীবীর উপর দায়িত্ব দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ২৪ এপ্রিল মোস্তবাপুর গ্রামের ২য় শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করে একই গ্রামের আজগর আলীর ছেলে ১৪ বছর বয়সী আবু ইউসুফ। ঘটনাটি শিশু সজিব দেখে ফেলে চিৎকার করলে ধর্ষক পালিয়ে যায়। এ ঘটনায় ধর্ষিতার পিতা পরের দিন কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এজাহারে একামাত্র ধর্ষক ইউসুফকে আসামি করা হলেও পরবর্তীতে মামলার চার্জশিটে শিশু সজিবকেও আসামি করেন মামলার তদন্তকারী কর্মকতা।

এ ব্যাপারে শিশু সজিবের পিতা আব্দুল মালেক বলেন, সেদিন আমার ছেলে সেখানে খেলা করছিল। ঘটনাটি দেখেছিল তাই সে আসামি হয়েছে। আমার ছেলের বয়স ৭ বছর। সে কোনো অপরাধ করেনি। আদালতের কাছে আমি সুষ্ঠু বিচার চাই।

আদালতে কেন এসেছো এমন প্রশ্নের জবাবে শিশু সজিব বলে, মামলা হয়েছে তাই এসেছি। কি মামলা সে বলতে পারে না।

ঝিনাইদহ জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. ইসমাইল হোসেন বলেন, ২২ ধারায় ধর্ষিতা শিশু সজিবের নাম বলেছে। তাই সে আসামি হয়েছে।

তিনি জানান, শিশু সজিবের বয়স ১০ বছর বলে পুলিশের রিপোর্টে উল্লেখ থাকলেও বয়স কম হবে।

মামলার তদন্তকারী কর্মকর্তা কালীগঞ্জ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত ও বর্তমান চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত ইউনুস আলী বলেন, এজাহারে আসামি না উল্লেখ করা হলেও ধর্ষিতার জবানবন্দি অনুসারে চার্জশিটে আসামি করা হয়েছে। তিনি আরো বলেন, শিশু সজিব ধর্ষিতাকে ধাক্কা দিয়ে ঘরে ঢুকিয়ে দেয়। এরপর ইউসুফ তাকে ধর্ষণ করেন। তবে মানবাধিকার কর্মীরা বলছেন, বিষয়টি নিয়ে তদন্ত কর্মকর্তার আরো সতর্ক হওয়া উচিৎ ছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.