বরিশালে বিদেশি পর্যটকের উপর দুর্বৃত্তদের হামলা

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০১৫, ৬:০৬ অপরাহ্ণসিলেটপোস্ট২৪রিপোর্ট :বরিশালে বিদেশি পর্যটকের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় তার কাছে থাকা পাসপোর্টসহ অন্যান্য কাগজপত্র দুর্বৃত্তরা নিয়ে গেছে।সোমবার গভীর রাতে সদর উপজেলার চরকাউয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধারের পর তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি সাংবাদিকদের জানান, তার নাম জেরি ভিক্টর (৩২)। বাবার নাম জাগো চিটা। তিনি পেরুর লিমা শহরে বসবাস করেন।জেরি ভিক্টর পর্যটক হিসেবে ১৯ দিন আগে বাংলাদেশে আসেন। সোমবার ঢাকা থেকে তিনি লঞ্চযোগে বরিশাল আসেন বলে জানান। আর কিছু বলতে রাজি হননি তিনি।ওই ব্যক্তির তদারকির দায়িত্বে থাকা বন্দর থানার এসআই শাহ্ খান জানান, “অসুস্থ ওই ব্যক্তি ঠিকভাবে কথা বলতে পারছেন না। তিনি পেরুর নাগরিক বলে দাবি করছেন।“কয়েকজন লোক তার মুখে রুমাল চেপে ধরে তাকে মারধর করে পাসপার্ট ও টাকা-পয়সা নিয়ে গেছে বলে তিনি পুলিশকে জানিয়েছেন।”এসআই শাহ্ খান জানান, তার দেয়া পাসপোর্ট নম্বরটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় এখনো কিছু জানায়নি।শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার শামীম আহম্মেদ বলেন, তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে। এখন সুস্থ আছেন।হাসপাতালের ভর্তি রেজিস্টার থেকে জানা যায়, আফজাল হোসেন নামে এক ব্যক্তি অজ্ঞাত হিসেবে তাকে হাসপাতালে ভর্তি করান।