সিলেটপোস্ট২৪রিপোর্ট :সাহিত্য-সংস্কৃতি একটি জাতির ধারক ও বাহক।একটা জাতি কতটুকু সমৃদ্ধ তা প্রকাশ পায় তার সাহিত্য আর সংস্কৃতি চর্চায়। আর সেই লক্ষ্যে সিলেটে এই প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুষ্টয়ের আয়োজনে আন্তঃবেসরকারী বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসব ২০১৫। যাতে সিলেটের তিনটি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং নর্থ ইস্ট ইউনিভার্সিটি অংশগ্রহণ করবে।বুধবার চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা আড়াইটায় সাংস্কৃতিক অনুষ্ঠান টি শুরু হবে।নাচ, গান, আবৃত্তি এবং নাটকের আলোকে সাজানো বৃহৎ এই সাংস্কৃতিক উৎসব বিজয়ের মাসে বাঙ্গালীর ইতিহাস কে আরেকটি বার তুলে ধরবে।আত্ম প্রকাশ পাবে কোটি বাঙ্গালীর স্বাধীনচেতা অসাম্প্রদায়িক মন মানসিকতার।
বিকেল ৫ টায় মঞ্চ মাতাবেন লিডিং ইউনিভার্সিটির প্রতিভাবান শিক্ষার্থীরা।এল ইউ কালচারাল ক্লাবের ভাইস প্রেসিডেন্ট শাহাদাত রেজা বলেন, সাংস্কৃতিক উৎসবের এই বৃহৎ আয়োজন এই প্রথম সিলেটে হতে যাচ্ছে যাতে সার্বিক সহযোগিতায় রয়েছে এল ইউ কালচারাল ক্লাব।তাই লিডিং ইউনিভার্সিটির সকল শিক্ষার্থীদের উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের উৎসাহ প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি।