সিলেটপোস্ট২৪রিপোর্ট :যশোর পৌরসভার নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী মারুফুল ইসলামের জনসংযোগকালে দুষ্কৃতকারীরা হামলা চালিয়েছে।
আজ সকালে এই হামলার ঘটনা ঘটে।এ সময় মারুফুল ইসলামের চার-পাঁচ সমর্থকও আহত হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। আহতদের আড়াইশ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।পরে মারুফুল ইসলাম যশোর প্রেসক্লাবে সাংবাদিকদের বলেন, ‘সকাল সাড়ে ৮টার দিকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহরের মিশনপাড়া এলাকায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালানোর সময় ১৫ থেকে ২০ সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে আমার চার-পাঁচজন সমর্থক আহত হয়েছে।’
আহতদের শহরের একটি বেসরকারি ক্লিনিক ও আড়াইশ বেডের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান মারুফ। তিনি বলেন, ‘আমাকে হত্যার জন্যই হামলা চালানো হয়েছে। হামলার সময় পাশের একটি বাড়িতে আশ্রয় নিলেও সেখানেও আওয়ামী লীগের সমর্থক সন্ত্রাসীরা ভাঙচুর চালায়।’খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাঁরা উদ্ধার হন বলে জানান মারুফ।খবর পেয়ে প্রেসক্লাবে উপস্থিত হন সাবেক মন্ত্রী ও বিএনপির নেতা নিতাই রায় চৌধুরী। নির্বাচনের প্রচারকাজের জন্য গতকাল বুধবার থেকেই নিতাই রায় যশোরে রয়েছেন।নিতাই রায় চৌধুরী বলেন, ‘যশোর, খুলনা, কুষ্টিয়া সব জায়গায় একই অবস্থা। আমাদের প্রার্থীরা প্রচার চালাতে পারছেন না। প্রহসনের নির্বাচন করার সব চেষ্টা চলছে।’কোতোয়ালি থানার ওসি শিকদার আক্কাস আলী বলেন, ‘নির্বাচনী প্রচারের সময় বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী মারুফ ও তাঁর সমর্থকদের দুষ্কৃতকারীরা ধাওয়া দেয়। এ সময় তারা পাশের বাড়িতে আশ্রয় নেয়। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে গেলে মারুফ ও সমর্থকরা নিরাপদে সেখান থেকে বের হন।’