সিলেট পোস্ট ডেস্ক :২০০৬ সালে মস্কো থেকে দেশে ফিরে অনেকটা হঠাৎ করেই চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হন নিপুণ। এফআই মানিকের ‘পিতার আসন’ ছবিতে তিনি নায়িকা হিসেবে অভিনয় করেন। একই সময়ে তিনি অভিনয় করেন ‘সাজঘর’ ও ‘রিকশাওয়ালার প্রেম’ ছবিতে।
প্রথম ছবি ‘পিতার আসন’ মুক্তির পরই নিপুণকে দর্শকরা গ্রহণ করে নেন। এরপর একে একে তিনি অভিনয় করেন ‘আমার প্রাণের স্বামী,’ ‘মেয়ে অপহরণ,’ ‘বাবার জন্য যুদ্ধ,’ ‘বাবার কসম,’ ‘বড়লোকের জামাই,’ ‘জমিদারবাড়ি,’ ‘কোটি টাকার ফকির,’ ‘চাঁদের মতো বউ,’ ‘শুভ বিবাহ,’ ‘মা বড় না বউ বড়’সহ অসংখ্য ব্যবসাসফল ছবিতে। একের পর এক ছবিতে অভিনয় করে নিজেকে চলচ্চিত্রাঙ্গনে ব্যস্ত করে তোলেন। চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, আমিন খান, শাকিব খানসহ এই সময়ের সম্রাট, নিরবের সঙ্গেও অভিনয় করে নিজেকে যথাযথভাবে উপস্থাপন করেছেন তিনি। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন এ নায়িকা।
দেশের জনপ্রিয় নায়িকা নিপুণ এবার মাদকবিরোধী প্রচারণায় নেমেছেন। শুধু আউটডোর প্রচারণাই নয় বিভিন্ন টিভি চ্যানেল, রেডিও আর পত্রিকাকাগুলোতেই দৌড়ঝাপ করছেন তিনি। হঠাৎ কেন এত দৌড়ঝাপ নিপুনের? এর উত্তর তিনি নিজেই দিলেন, মাদক এখন দেশের ভয়াবহ সমস্যা হিসেবে দেখা দিয়েছে।
সামাজিক ব্যাধিতে পরিণত এই মাদককে না বলতে আমার এই উদ্যোগ। এই উদ্যোগটি নিতে আমাকে এগিয়ে দিয়েছে ডা. অরুপ রতন পরিচালিত ‘স্বর্গ থেকে নরক’ ছবিটি। এ ছবির মুল বিষয়ই মাদকের বিরুদ্ধে জনমত গড়ে তোলা।
পরিচালকের প্রতি আমি কৃতজ্ঞ যে, তিনি আমাকে এই সুযোগটা করে দিয়েছেন। শুক্রবার (২৫ ডিসেম্বর) মুক্তি পেতে যাচ্ছে নিপুন অভিনীত ছবি ‘স্বর্গ থেকে নরক’। ছবিতে নিপুণের বিপরীতে অভিনয় করেছেন ফেরদৌস।
নিপুণ বলেন, ‘ছবিতে আমি একজন র্যাম্পের মডেল চরিত্রে অভিনয় করেছি। একসময় মাদকাসক্ত হয়ে পড়ি। অভিশপ্ত জীবন থেকে মুক্তি পেতে পূর্ণবাসন কেন্দ্রে ভর্তি হই। সেখানেই পরিচয় হয় ফেরদৌসের সঙ্গে। সেও এখানে মাদকাসক্ত হয়ে ভর্তি হয়। মাদক থেকে ফিরে আসা যে খুব সহজ আবার মোটেই সহজ নয়, এই দুটো দিকই তুলে ধরা হয়েছে স্বর্গ থেকে নরক ছবিতে। ছবিতে নিজেকে মেলে ধরার সুযোগ পেয়েছি। আশা করি ছবিটি দর্শকের ভাল লাগবে।’
উল্লেখ্য, ১৮ ডিসেম্বর নিপুণ অভিনীত ছবি মুক্তি পায় ‘শোভনের স্বাধীনতা’। এ ছবিতেও তার সহ-অভিনেতা ছিলেন ফেরদৌস।।