সিলেট পোস্ট ডেস্ক :আবারও খবরের শিরোনাম হলেন মিস ইউনিভার্স প্রতিযোগিতার ফার্স্ট রানার আপ মিস কলম্বিয়া। এবার তাকে পর্নো ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের কোম্পানি ভিভিড এন্টারটেনমেন্ট।
বিশ্বের সেরা সুন্দরীর মুকুট পরেও খুলে ফেলতে হয়েছিলো আরিয়াদনাগুটিয়েরেসকে। সেটা হয়তো ঘোষকের ভুলের কারণে। কয়েক সেকেন্ডের জন্য মাথায় উঠেছিল বিশ্বের সেরা সুন্দরীর মুকুট।
মিস ইউনিভার্স প্রতিযোগিতার ফার্স্ট রানার আপ সেই মিস কলম্বিয়া এবার পর্নো মুভিতে অভিনয়ের অফার পেলেন।
জানা গেছে, পর্নো ছবিতে অভিনয়ের জন্য আমেরিকার ওই কোম্পানি তাকে প্রায় ১০ লাখ ডলারের প্রস্তাব করেছে।
কোম্পানির ঊর্ধ্বতন এক কর্মকর্তা স্টিভেন হার্শ বলেছেন, মিস কলম্বিয়া এতে লাভবান হবেন। পুষিয়ে নিতে পারবেন তার ক্ষতি। সেলিব্রিটি পর্নো ছবিতে অভিনয়ের মাধ্যমে এখন বেশকয়েকজন সেলিব্রিটির ক্যারিয়ার তুঙ্গে। এর মধ্যে কিম কার্দাশিয়ান, কেন্দ্রা উইলকিনসন, পামেলা অ্যান্ডারসনদের মতো তারকারাও রয়েছেন। তবে পর্নো ছবিতে অভিনয় করবেন কি না সে বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি আরিয়াদনা গুটিয়েরেস।