সিলেটপোস্ট২৪রিপোর্ট :রাজধানীর মালিবাগ ও খিলক্ষেত এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি মারা গেছেন।শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, রাত ৮টার দিকে মালিবাগ রেল ক্রসিংয়ে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ধাক্কা দিলেআনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি গুরুতর আহত হন।এসময় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানোর জন্য একটি সিএনজি চালিত অটোরিকশায় তুলে দেন।
পথে ওই ব্যক্তির মৃত্যু হলে শান্তিনগর ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের সামনে মরদেহ ফেলে পালিয়ে যায় চালক। পরে পল্টন থানা পুলিশ ঢাকা রেলওয়ে থানায় সংবাদ দিলে তারা মরদেহটি উদ্ধার করে।এর আগে সন্ধ্যা ৭টার দিকে খিলক্ষেত জোয়ার সাহারা রেল ক্রসিংয়ে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা জামালপুরগামী যমুনা এক্সপ্রেস ধাক্কা দিলে ঘটনাস্থলেই আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি মারা যান।ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।