সিলেটপোস্ট২৪রিপোর্ট :রাজশাহী বাগমারায় আহমদিয়া মুসলিম জামাতের (কাদিয়ানি) মসজিদে বোমা হামলার ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। এদিকে হামলার ঘটনায় নিহত যুবকের ময়নাতদন্ত শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা বলছেন, এই যুবকই বোমা বহনকারী।এর আগে এলাকাবাসী জানান, নিহত যুবককে এই এলাকায় আগে কখনো দেখা যায়নি। হামলার ঘটনার পর থেকে নিখোঁজ আশরাফ ও শহিদুল নামের দুই যুবক র্যাবের হেফাজতে বলে জানা গেছে। ঘটনার পরপর র্যাব সদস্যরা মচমইল সৈয়দপুর এলাকার তাদের আটক করে।রাজশাহী র্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর আব্দুস সালাম সংবাদমাধ্যম বলেন, ওই ঘটনায় দুই যুবককে আটক নয়, জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পে নেয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে বোমা হামলার ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা মেলেনি। তাই তাদের পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা এলে দুজনকে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হবে।হামলাকারী হিসেবে চিহ্নিত নিহত যুবকের লাশের ময়নাতদন্ত শেষ হয়েছে। শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. এনামুল হক সংবাদমাধ্যমকে বলেন, “ওই যুবক বোমার আঘাতেই মারা গেছেন। তার লিভার থেকে চারটি স্প্লিন্টার বের করা হয়েছে। তার শরীরের বাম অংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তার বাম হাতেও বেশ ক্ষত রয়েছে। বলা যায় ওই যুবকই বোমা বহনকারী ছিল।গতকাল শুক্রবার বাগমারার শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল সৈয়দপুর বকপাড়া আহমদিয়া জামে মসজিদে জুমার নামাজে বোমার বিস্ফোরণ ঘটে। এতে ওই যুবকের মৃত্যু হয়। এ সময় বোমার আঘাতে কয়েকজন মুসল্লি আহত হন। তাদের মধ্যে ওই গ্রামের বলাই তালুকদারের ছেলে ময়েজ উদ্দিন (৪০), মৃত তালুকদারের ছেলে সাহেব আলী (৩৬) এবং মুকুল হোসেনের ছেলে নয়নকে (১২) রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
রাজশাহী মসজিদে হামলা: জিজ্ঞাসাবাদের জন্য আটক ২
সিলেট পোস্ট ২৪ ডট কম
: ডিসেম্বর ২৬, ২০১৫ | ৬:৫৮ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »