অর্থমন্ত্রী সকাল-বিকেল কী যে বলেন তা নিজেই জানেন না: শিক্ষক নেতৃবৃন্দ
সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০১৬, ১:৫১ অপরাহ্ণ
সিলেটপোস্ট২৪রিপোর্ট :বিশ্ববিদ্যায় শিক্ষকরা না বুঝেই আন্দোলন করছেন অর্থমন্ত্রীর এমন বক্তব্যের কড়া সমালোচনা করেছেন শিক্ষক নেতারা।শিক্ষক নেতারা বলেন, অর্থমন্ত্রী সকাল-বিকেল কী যে বলেন তা তিনি নিজেও জানেন না। তিনি এখন পাগলের প্রলাপ বকছেন।তারা বলেন, রাষ্ট্রের এমন একটি গুরুত্বপূর্ণ পদে বসে তার এমন বক্তব্য বেমানান। তিনি আগেও একবার মাফ চেয়েছেন। তাকে বার বার মাফ চাওয়ার কথা কত বলবো।




