বিশ্ব ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু
সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০১৬, ১০:৪১ পূর্বাহ্ণ
সিলেটপোষ্ট রিপোর্ট :বিশ্ব ইজতেমা ময়দানে আবুল কালাম আজাদ (৬০) নামে আরো এক মুসল্লি ইন্তেকাল করেছেন।নিহত আবুল কালাম আজাদ নোয়াখালি জেলার সুন্দরপুর গ্রামের বাসিন্দা কালা মিয়ার ছেলে।ইজতেমা সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে আবুল কালাম আজাদ বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে গত দুই দিনে ইজতেমা ময়দানে চারজন মুসল্লি মারা গেছেন।




