ঘন কুয়াশায় শাহজালালে ফ্লাইট ওঠানামায় ব্যাঘাত
সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০১৬, ১০:৪৪ পূর্বাহ্ণ
সিলেটপোষ্ট রিপোর্ট :ঘন কুয়াশায় ব্যাঘাত ঘটেছে ফ্লাইট ওঠানামায়। সকাল থেকে একাধিক ফ্লাইটকে ঢাকার আকাশে বার বার চক্কর দিয়ে অবতরণে ব্যর্থ হয়েছে। টার্কিশ এয়ারওয়েজ ও কাতার এয়ারওয়েজের দুটি ফ্লাইট কলকাতার পথে এগিয়ে গেছে।সকাল ছয়টায় একটি ফ্লাইট ঢাকায় পৌছার কথা থাকলেও তা এ পর্যন্ত পৌঁছেনি। একই ঘটনা ঘটেছে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটের বিষয়েও।বিমানবন্দর সূত্রে জানা গেছে, শাহজালালে কুয়াশার কথা বিবেচনায় রেখে সকালের দিকে ফ্লাইট শিডিউল তৈরি করা হয়েছে। সকাল ৯টার আগে কোনো ফ্লাইট ঢাকার বন্দর ছাড়ার কথা নয়। তবে দুই একটি ফ্লাইট খুব ভোরে অবতরনের কথা থাকলেও তা অবতরণ করতে পারেনি। অভ্যন্তরীণ রুটের ফ্লাইটগুলোও সকালে তাদের নির্ধারিত যাত্রায় ব্যর্থ হয়। পরে সকাল ৮টার দিকে কট্রোল রুম থেকে সেগুলো সাড়ে আটটার পর ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হয় বলেও জানিয়েছে বিমানবন্দর সূত্র।




