দক্ষিণ সুরমায় দুই বৎসর এর ছেলে আয়ানকে অপহরণ করে প্রানে মারার হুমকি

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২১, ৭:২২ অপরাহ্ণসিলেটপোস্ট ডেস্ক::সিলেটের দক্ষিন সুরমা থানা এলাকার আলমদিন গ্রামের নোমান আহমদ এর দুই বৎসর এর ছেলে আয়ানকে অপহরণ করে প্রানে মারার হুমকি ও ব্যার্থ হয়ে স্ত্রী রোমানাকে ও গালিগালাজ করে পালিয়ে গিয়েছে অপহরণকারীরা।
আজ বোধবার (৮ ডিসেম্বর) এ ঘটনায় দক্ষিন সরমা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন নোমান আহমদ এর স্ত্রী রুমানা বেগম(২৬)।
অভিযোগ সুত্রে জানাযায়,অভিযোগকারী রোমানা বেগম (২৬) তার ছেলে আয়ান-কে সিলেট এম এ জি ওসমানী হাসপাতাল থেকে ডাক্তার দেখিয়ে সিএনজি অটোরিক্সা দিয়ে স্বামীর বাড়ী যাচ্ছিলেন হঠাৎ দক্ষিন সুরমা থানার চন্ডিপুল এলাকার নর্থথইস্ট মেডিকেল কলেজ এর সামনে সিলেট টু জালালপুর রোডে বিকাল ৩টায় ৪টি মটর সাইকেলে আটজন সন্ত্রাসী সিএনজি অটোরিক্সার গতিরোধ করে।তখন অভিযোগকারী রোমানা বেগম ভয় পেয়ে নিজের ছেলেকে কোলে নিয়ে ভয়ে কাপছিলেন আর এদিকে সন্ত্রাসী অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে রোমানার সন্তানকে অপহরন করে নেওয়ার চেষ্টা চালায় ও ভয়ভীতি দেখায়।এ অবস্থা দেখে রোমানা চিৎকার শুরু করতে থাকেন।তার চিৎকার শুনে স্থানীয়রা এসে জড়ো হলে সন্ত্রাসীরা চলে যায়।এরপর এ ঘটনা বিস্তারিত উল্লেখ করে স্থানীয় দক্ষিনসুরমা থানায় গিয়ে রোমানা বেগম একটি সাধারণ ডায়রি করেন।