
হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ তাহিরপুর উপজেলা শাখার আয়োজনে আজ(১৩ ডিসেম্বর মঙ্গলবার) সকাল থেকে দুপুর পর্যন্ত বাদাঘাট দারুল আযহার ( ক্যাডেট) মাদ্রাসার হলরুমে উপজেলার লাকমা জাতীয় দ্বীনি মাদ্রাসা,বাদাঘাট দারুল আযহার মাদ্রাসা, দারুল উলুম সাবিলুর রাসাদ পৈলনপুর মাদ্রাসা,তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা লাউড়েরগড়, হযরত শাহ জালাল হাফিজিয়া মাদ্রাসা পুরানঘাট, ননাই পাচগাও আনুয়ারুল হাফিজিয়া মাদ্রাসা , উজান ও মধ্য তাহিরপুর রওজাতুল উলুম মাদ্রাসাসহ ৭ টি মাদ্রাসার ৫৩ জন ছাত্র অংশ গ্রহণ করে।
হিফজুল কোরআন প্রতিযোগীতায় ৫ টি গ্রুপে ৫৩ জন ছাত্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
(ক) গ্রুপে ৩০ পারা ৭ জন অংশগ্রহণ করে। এর মধ্যে ১ম সাজিদ সরকার (পৈলনপুর দারুল উলুম সাবিলুর রাসাদ মাদ্রাসা), ২য় আশরাফুল ইসলাম (দারুল আযহার বাদাঘাট( ক্যাডেট) মাদ্রাসা) ও ৩য় স্থান শাহিন আলম(পৈলনপুর দারুল উলুম সাবিলুর রাসাদ মাদ্রাসা)
(খ) গ্রুপে সিগারুল হাফফাছ ৩০ পারা প্রতিযোগিতায় ননাই পাচগাও আনুয়ারুল হাফিজিয়া মাদ্রাসার উবাইদুর রহমান নাকিব নামের এক জন অংশগ্রহণ করে একজনেই বিজয়ী হয়।
(গ) গ্রুপে ২০ পারায় ১৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করে এর মধ্যে ১ম আরিফুল ইসলাম (পৈলনপুর দারুল উলুম সাবিলুর রাসাদ মাদ্রাসা), ২য় আবু রায়হান(পৈলনপুর দারুল উলুম সাবিলুর রাসাদ মাদ্রাসা) ও ৩য় স্থান লাভ করে মুতিউর রহমান(তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা লাউড়েরগড়)।
(ঘ) গ্রুপে ১০ পারা প্রতিযোগিতায় ১১ জন প্রতিযোগী অংশগ্রহণ করে এর মধ্যে ১ম হয় শাহাদাৎ হোসেন(তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা লাউড়েরগড়), ২য় মুজাহিদুল ইসলাম(পৈলনপুর দারুল উলুম সাবিলুর রাসাদ মাদ্রাসা) ও ৩য় স্থান লাভ করে ফাহাদ আহমদ( (দারুল আযহার বাদাঘাট( ক্যাডেট) মাদ্রাসা)। এবং (ঙ) গ্রুপে ৫ পারা প্রতিযোগিতায় ২৪ জান প্রতিযোগী অংশগ্রহণ করে এর মধ্যে ১ম হয় সাব্বির আহমদ (দারুল আযহার বাদাঘাট( ক্যাডেট) মাদ্রাসা), ২য় রেজুয়ান হোসেন তায়েফ(পৈলনপুর দারুল উলুম সাবিলুর রাসাদ মাদ্রাসা) ও ৩য় স্থান লাভ করে সামিউল হক(ননাই পাচগাও আনুয়ারুল হাফিজিয়া মাদ্রাসা)।
হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারি প্রতি গ্রুপে ১ম,২য় ও ৩য় স্থান সহ প্রতি গ্রুপের ৭ জন করে প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করেন বিচার গন।
পরে দুপুর ২ টার সময় হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারি বিজয়ী প্রতিযোগীদের মাঝে প্রসংশাপত্র ও পুরষ্কার বিতরনীর মধ্যদিয়ে শেষ হয়।
হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ হুফফাজুল কোরআন ফাউন্ডেশন তাহিরপুর উপজেলা শাখার সভাপতি হাঃ মাওঃ আবুল বাশার নুরুল্লাহ’র সভাপতিত্বে বিচারক হিসেবে উপস্তিতি ছিলেন, হাঃ মওঃ আমিরুল ইসলাম, হাঃ মাওঃ মুজাহিদুল ইসলাম, হাফেজ ছালাহ উদ্দিন, হাফেজ জিয়াউর রহমান, হাফেজ হেদায়াত উল্লাহ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্তিতি ছিলেন, পৈলনপুর দারুল উলুম সাবিলুর রাসাদ মাদ্রাসার মুহতামিম মাওঃ মঈন উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্তিতি ছিলেন, বাংলাদেশ হুফফাজুল কোরআন ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হাঃ মাওঃ মুফতি ছালেহ আহমদ, মাওঃ আঃ হান্নান, মাওঃ ছফি উল্লাহ, মাওঃ মঈনুল ইসলাম, মাওঃ আঃ কাযুম ও হাঃ হারুনুর প্রমুখ।
পঠিত : 69