সংবাদ শিরোনাম
টানা ৯ দিনের ছুটি শেষে আজ থেকে খুলছে সব সরকারি-আধা সরকারি অফিসসহ সব প্রতিষ্টান  » «   সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময়ে সিলেট বিএনপি  » «   হাবিবুর রহমান এর উপর সন্ত্রাসী হামলার তিব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়েছন সিলেট মহানগর কৃষক দল  » «   সকল মুসলিম ভাই-বোনদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শেখ লুৎফুর  » «   মাদ্রাসার শিশুদের শহীদ জিয়া ও খালেদাজিয়ার জীবনের গল্প শুনালেন খন্দকার মুক্তাদির  » «   ২৬শে মার্চ উপলক্ষে সিলেট মহানগর কৃষক দলের আলোচনা সভা অনুষ্ঠিত  » «   ফ্যাসিস্ট হাসিনার বিচার বিচার দেশের মাটিতেই হবে : এমরান চৌধুরী  » «   ওসমানীনগরে ছাত্র দল নেতা নুনু স্মৃতি পরিষদের উদ্যোগে দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত  » «   সিলেট মহানগর কৃষকদলের খাদ্যসামগ্রী বিতরণ  » «   ষড়যন্ত্রকারীদের রুখে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: কয়েস লোদী  » «   ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ায় দেশের জনগণ অন্যায় ও জুলম থেকে মুক্তি পেয়েছেন-ডাঃ এ জেড এম জাহিদ হোসেন  » «   নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্র জনগণ রুখে দেবে: কাইয়ুম চৌধুরী  » «   সুনামগঞ্জের মধ্যনগরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন  » «   মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  » «   সিলেট নগরীর গার্ডেন টাওয়ারের একটি ফ্ল্যাটে অনৈতিক কর্মকাণ্ডের লিপ্ত থাকায় পাঁচ নারী ও এক পুরুষ আটক  » «  

তাহিরপুরে হিফজুল কোরআন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

সুনামগঞ্জ প্রতিনিধি::হুফ্‌ফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ তাহিরপুর উপজেলা শাখার হিফজুল কোরআন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী ।
হুফ্‌ফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ তাহিরপুর উপজেলা শাখার আয়োজনে আজ(১৩ ডিসেম্বর মঙ্গলবার) সকাল থেকে দুপুর পর্যন্ত বাদাঘাট দারুল আযহার ( ক্যাডেট) মাদ্রাসার হলরুমে উপজেলার লাকমা জাতীয় দ্বীনি মাদ্রাসা,বাদাঘাট দারুল আযহার মাদ্রাসা, দারুল উলুম সাবিলুর রাসাদ পৈলনপুর মাদ্রাসা,তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা লাউড়েরগড়, হযরত শাহ জালাল হাফিজিয়া মাদ্রাসা পুরানঘাট, ননাই পাচগাও আনুয়ারুল হাফিজিয়া মাদ্রাসা , উজান ও মধ্য তাহিরপুর  রওজাতুল উলুম মাদ্রাসাসহ ৭ টি মাদ্রাসার ৫৩ জন ছাত্র অংশ গ্রহণ করে।
হিফজুল কোরআন প্রতিযোগীতায়  ৫ টি গ্রুপে ৫৩ জন ছাত্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
(ক) গ্রুপে ৩০ পারা ৭ জন অংশগ্রহণ করে।  এর মধ্যে ১ম সাজিদ সরকার (পৈলনপুর দারুল উলুম সাবিলুর রাসাদ মাদ্রাসা), ২য় আশরাফুল ইসলাম (দারুল আযহার বাদাঘাট( ক্যাডেট) মাদ্রাসা) ও ৩য় স্থান শাহিন আলম(পৈলনপুর দারুল উলুম সাবিলুর রাসাদ মাদ্রাসা)
 (খ) গ্রুপে সিগারুল হাফফাছ ৩০ পারা প্রতিযোগিতায় ননাই পাচগাও আনুয়ারুল হাফিজিয়া মাদ্রাসার উবাইদুর রহমান নাকিব নামের এক জন অংশগ্রহণ করে একজনেই বিজয়ী হয়।
(গ) গ্রুপে ২০ পারায় ১৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করে এর মধ্যে ১ম আরিফুল ইসলাম (পৈলনপুর দারুল উলুম সাবিলুর রাসাদ মাদ্রাসা), ২য় আবু রায়হান(পৈলনপুর দারুল উলুম সাবিলুর রাসাদ মাদ্রাসা) ও ৩য় স্থান লাভ করে মুতিউর রহমান(তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা লাউড়েরগড়)।
(ঘ) গ্রুপে ১০ পারা প্রতিযোগিতায় ১১ জন প্রতিযোগী অংশগ্রহণ করে এর মধ্যে ১ম হয় শাহাদাৎ হোসেন(তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা লাউড়েরগড়), ২য় মুজাহিদুল ইসলাম(পৈলনপুর দারুল উলুম সাবিলুর রাসাদ মাদ্রাসা) ও ৩য় স্থান লাভ করে ফাহাদ আহমদ( (দারুল আযহার বাদাঘাট( ক্যাডেট) মাদ্রাসা)।  এবং (ঙ) গ্রুপে ৫ পারা প্রতিযোগিতায় ২৪ জান প্রতিযোগী অংশগ্রহণ করে এর মধ্যে  ১ম হয় সাব্বির আহমদ (দারুল আযহার বাদাঘাট( ক্যাডেট) মাদ্রাসা), ২য় রেজুয়ান হোসেন তায়েফ(পৈলনপুর দারুল উলুম সাবিলুর রাসাদ মাদ্রাসা) ও ৩য় স্থান লাভ করে সামিউল হক(ননাই পাচগাও আনুয়ারুল হাফিজিয়া মাদ্রাসা)।
 হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারি প্রতি গ্রুপে ১ম,২য় ও ৩য় স্থান সহ প্রতি গ্রুপের ৭ জন করে প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করেন বিচার গন।
পরে দুপুর ২ টার সময় হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারি বিজয়ী প্রতিযোগীদের  মাঝে প্রসংশাপত্র ও পুরষ্কার বিতরনীর মধ্যদিয়ে শেষ হয়।
হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ হুফফাজুল কোরআন ফাউন্ডেশন তাহিরপুর উপজেলা শাখার সভাপতি হাঃ মাওঃ আবুল বাশার নুরুল্লাহ’র সভাপতিত্বে বিচারক হিসেবে উপস্তিতি ছিলেন, হাঃ মওঃ আমিরুল ইসলাম, হাঃ মাওঃ মুজাহিদুল ইসলাম, হাফেজ ছালাহ উদ্দিন, হাফেজ জিয়াউর রহমান, হাফেজ হেদায়াত উল্লাহ।
এ সময়  প্রধান অতিথি হিসেবে উপস্তিতি ছিলেন, পৈলনপুর দারুল উলুম সাবিলুর রাসাদ মাদ্রাসার মুহতামিম মাওঃ মঈন উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্তিতি ছিলেন, বাংলাদেশ হুফফাজুল কোরআন ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক  হাঃ মাওঃ মুফতি ছালেহ আহমদ, মাওঃ আঃ হান্নান, মাওঃ ছফি উল্লাহ, মাওঃ মঈনুল ইসলাম, মাওঃ আঃ কাযুম ও হাঃ হারুনুর প্রমুখ।
সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.