নিজস্ব প্রতিবেদক :: সিলেট সিটি করপোরেশন নির্বাচনের জন্য মনোনয়ন বিতরণ শুরু হলেও প্রথমদিন বিক্রি হয়নি কোনো মনোনয়নপত্র। বৃহস্পতিবার সকাল থেকে মনোনয়ন বিতরণ শুরু হয়।
সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তার স্টাফ অফিসার কামাল হোসেন বলেন, আনুষ্ঠানিক তফশিল ঘোষণার পর বৃহস্পতিবার সকাল দশটা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন সংগ্রহের সময় ছিল। প্রথম দিন কেউ মনোনয়ন কিনেননি। তবে অনেকেই এসেছেন যাচাই বাছাই করতে।
সিলেট সিটি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে, বাছাই ২৫ মে, প্রত্যাহারের শেষ সময় ১ জুন ও ভোট ২১ জুন। ৪২টি ওয়ার্ডে এবারই প্রথমবারের মতো ইভিএমে ভোট গ্রহণ করা হবে।