সিসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আরিফুল হক চৌধুরী

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২৩, ১২:২১ পূর্বাহ্ণসিলেটপোস্ট ডেস্ক::সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় সদস্য ও সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। শনিবার বিকেলে সিলেটের রেজিস্টারি মাঠে আয়োজিত নাগরিক সভায় এ ঘোষণা দেন আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে প্রহসনের পায়তারা চলছে। বিএনপি’র দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে হচ্ছে তিনি নির্বাচনে প্রার্থী হচ্ছেন না।
তিনি বলেন, গণতান্ত্রিক ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি আন্দোলন করছে। ভোট দিলে তা অন্য প্রতীকে চলে যাবে। এই প্রহসনের নির্আাচনে অংশ নেওয়ার প্রশ্ন ওঠে না। দলের সিদ্ধান্তে আমি প্রার্থী হচ্ছি না। ৯৪ বছর বয়সি বৃদ্ধ মা, আলেম ওলামা, মুর্শিদ, খালেদা, তারেক রহমানের পরামর্শে নির্বাচনে যাবো না। তাই সরে দাঁড়ালাম। নগরবাসীর যে কোনো কাজে অতীতের মতোই পাশে থাকবো। তিনি নির্বাচনে কাউকে না যাওয়ার আহবান জানান।
এ সময় দর্শকসারিতে বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলনসহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।